সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে!

 ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে!



সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৭/০৪/২০২২ তারিখ বুধবার সকাল ১০:০০ টা থেকে ১৫/০৫/২০২২ তারিখ রবিবার দুপুর ০২:০০টা পর্যন্ত On line এ আবেদন করা যাবে এবং ১৭/০৫/২০২২ তারিখ মঙ্গলবার বিকাল ০৪:০০টা পর্যন্ত শুধুমাত্র সোনালী ব্যাংকে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়া যাবে।


পরীক্ষার্থী নিজেই www.nu.ac.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Pay slip ডাউনলোড করতে পারবে। Pay slip-এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। পত্রকোড যথাযথ ভাবে পূরণ করতে হবে।


উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ/নম্বর যাচাই ফি প্রতিপত্র ৮০০/- (আটশত) টাকা।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে Services Option-এ গিয়ে সোনালী সেবা পে-স্লিপ এ ক্লিক করবেন। তারপর Student fee থেকে Rescruitning fee সিলেক্ট করবেন।


বিঃ দ্রঃ আবেদনের সময় সঠিক ভাবে মোবাইল নম্বর প্রদান করলে ব্যাংক কর্তৃক সফলভাবে টাকা জমাদানের SMS Check Status Option-এ গিয়ে আবেদনের Payment Status দেখা যাবে।

শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

বাংলাদেশ বিষয়বলী থেকে ৩১ টি প্রশ্ন যা সবসময় কনফিউশন তৈরি করে

 বাংলাদেশ বিষয়াবলির কনফিউশন দুর করুন

১।.'ছিয়াত্তরের মন্বন্তর' কবে হয় ?

: বাংলা ১১৭৬ সনে (ইংরেজি ১৭৭০ খৃ:)

২। 'পঞ্চাশের মন্বন্তর' কবে হয়? 

বাংলা ১৩৫০ সনে (ইংরেজি ১৯৪৩ খৃ:)

বি দ্র : মাথায় রাখতে হবে নামকরণ হয়েছে বাংলা সালের উপর ভিত্তি করে l 


৩।. বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কোনটি?

ক. কেরু অ্যান্ড কোং লিমিটেড

খ. জয়পুরহাট চিনিকল লিমিটেড

উত্তর: ক

৪ বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি?

ক. যমুনা সার কারখানা

খ. শাহজালাল ফার্টিলাইজার কো. লি

উত্তর: ক

৫।.বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩)প্রবর্তন করেন

__ লর্ড কর্নওয়ালিস

৬:.ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন

__লর্ড কর্নওয়ালিস

৭।. সূর্যাস্ত আইন চালু হয়

__লর্ড কর্নওয়ালিস এর আমলে

৮।..দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন

__লর্ড ক্লাইভ

৯..দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা বন্দোবস্তের ও রাজস্ব বোর্ড প্রবর্তক

__ওয়ারেন হেস্টিংস

১০.সতীদাহ প্রথার বিলোপ(১৮২৯) করেন

__লর্ড বেন্টিঙ্ক

১১ উপমহাদেশে বিধবা বিবাহ আইন(১৮৫৬),প্রথম রেল, ডাক, ও টেলিগ্রাফ এবং স্বত্ব বিলোপ নীতি (নাগপুর দখল) চালু করেন

__লর্ড ডালহৌসি।

১২. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর

__লর্ড ক্লাইভ

১৩.অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর

-- স্যার ফ্রেডরিক জন বারোজ

১৪.উপমহাদেশের প্রথম ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি

--লর্ড ক্যানিং

১৫ উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি

__লর্ড মাউন্টব্যাটেন।

১৬.বঙ্গভঙ্গ(১৯০৫) করেন

-- লর্ড কার্জন 

১৭,বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন

--লর্ড হার্ডিঞ্জ

১৮।..অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন--

-- শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক

১৯.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন--

--- হোসেন শহীদ সোহরাওয়ার্দী

২০.১৯৪৭ সালের পূর্বে বাংলার মূখ্যমন্ত্রী ছিলেন

-- খাজা নাজিম উদ্দিন


২১।  খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা কতজন?

= ২জন । তারামন বিবি, সেতারা বেগম । কাঁকন বিবির এখনো

গেজেট হয়নি।

২২। ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কয়টি

সেক্টরে বিভক্ত করা হয়?

ক) ৪টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১১টি

:

ব্যাখ্যাঃ এটি সবাই পারবে একেবারে

চোখ বন্ধ করেই। এমনকি যে মাত্র এক

সপ্তাহ আগে প্রিপারেশন নেয়া শুরু করল

সেও পারবে বাংলাদেশকে কয়টি সেক্টরে

বিভক্ত করা হয় সেটা। প্রশ্ন দেখা মাত্রই

সবাই ১১সেক্টর কোথায় আছে সেটি খোঁজা

শুরু করবে। আর এভাবেই পাতানো ফাঁদে পা

দিয়ে বসে থাকবেন। ১০ এপ্রিল ১৯৭১

বাংলাদেশকে ৪টি সেক্টরে বিভক্ত করা

হয়। পরেরদিন অর্থাৎ ১১ এপ্রিল ১৯৭১

বাংলাদেশকে আবার ১১টি সেক্টরে

বিভক্ত করা হয়। কিন্তু প্রশ্নতো বলা আছে

১০ এপ্রিলের কথা।

---

২৩। Who is the present President of the National

Assembly of Bangladesh?

a) zillur Rahman b) Abdul Hamid

c) Shirin Sharmin Chowdhury d) Sheikh Hasina

:

ব্যাখ্যাঃ বাহ! প্রশ্নকর্তা তো বেশ

সোজা প্রশ্ন করল। present President Abdul

Hamid এটা কে না জানে! আপনি এত বেশি

এক্সাইটেড যে পুরো প্রশ্নটা শান্ত মাথায়

একবার ভালো করে পড়েও দেখলেন না।

এখানেতো বাংলাদেশের present President

কে জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস করল

National Assembly of Bangladesh এর present

President কে? যিনি স্পীকার থাকবেন

তিনিই present President of the National

Assembly of Bangladesh। অর্থাৎ উত্তর শিরীন

শারমিন চৌধুরী।

---

২৪। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত

জেলা ৩০টি এবং মায়ানমার এর সাথে

রয়েছে ৩টি। বাংলাদেশের সাথে উক্ত

২টি দেশের মোট সীমান্ত জেলা -

ক) ৩২টি খ) ৩৩টি গ) ৩৪টি ঘ) ৩৫টি

:

এমন প্রশ্ন দেখে পিএসসিকে আপনি বোকা

ভাবতে শুরু করলেন। কারণ ভারতের সাথে

৩০ টা জেলার সংযোগ আছে আর

মায়ানমারের সাথে আছে ৩টি। তাহলে

মোট সীমান্তবর্তী জেলা ৩৩টি। এটা তো

ক্লাস টু এর ছেলেও হিসেব করে বলে দিতে

পারবে। গুরু এটা মানসিক দক্ষতার প্রশ্ন।

ভারতের সাথে ৩০ টা জেলার সংযোগ

আছে আর মায়ানমারের সাথে আছে ৩টি।

কিন্তু এখানে একটি জেলা রাঙ্গামাটির

সাথে ভারত ও মায়ানমার উভয়ের সংযোগ

আছে। যার ফলে সীমান্ত জেলা ৩৩টা না

হয়ে হবে ৩২ টা। যা অপশন ক তে আছে।

---

২৫। জাতীয় ভোটার দিবস কত তারিখ?

ক)১ মার্চ

খ)২ মার্চ✅

গ)৮ মার্চ

ঘ) ৫ মার্চ

২৬.জাতীয় বীমা দিবস?

ক)১ মার্চ✅

খ)২ মার্চ

গ)৮ মার্চ

ঘ) ৫ মার্চ

২৭।ইপিজেড কয়টি ? ৮ টা না ১০ টা

= সরকারি ৮টি । মোট ১০টা

২৮। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি"" পদক পান??১৯৭২ না ১৯৭৩?

=১৯৭২ সালের ১০ অক্টোবর ঘোষণা হয় বঙ্গবন্ধুকে জুলিও

কুরী পদক দেয়া হবে।

১৯৭৩ সালের ২৩ মে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর

হাতে এ পদক তুলে দেয়া হয় যা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে

শহীদদের উৎসর্গ করেন।

২৮।হোসেনী দালান কে নির্মাণ করেন? শায়েস্তা খান না শাহ সুজা,

মীর মুরাদ?

=শায়েস্তা খান

২৯। ১.শেখ মুজিবুর রহমান কোথায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?

= ধানমন্ডিস্থ নিজ বাস ভবনে ২৩ মার্চ, ১৯৭১

৩০. আমার সোনার বাংলা প্রথম গাওয়ার সাথে জাতীয় পতাকা কবে ও কোথায় উত্তোলন করা হয়?

= ৩রা, মার্চ ১৯৭১ , পল্টন, ঢাকা

৩১. জাতীয় পতাকা সর্ব প্রথম কবে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়?

= ২৩শে মার্চ ১৯৭১

শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

সরকারি আজিজুল হক কলেজে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি

          বিজ্ঞপ্তি

এতদ্বারা সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া'র সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান, শব-ই কদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ২১ এপ্রিল ২০২২ খ্রি. হতে ০৫ মে ২০২২ খ্রি. পর্যন্ত উভয় ভবনের সকল শ্রেণির পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। 




উল্লেখ্য যে, সরকারি ছুটির দিন ব্যতীত অফিস যথারীতি খোলা থাকবে এবং ০৭ মে ২০২২ খ্রি. তারিখ থেকে পাঠদান যথারীতি চলবে।

বগুড়া বিয়াম স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ

বিয়াম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য নিম্নোক্ত পদে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকেদ রখাস্ত আহবান করা হচ্ছে।


পদের নামঃ

★কলেজ

১.অধ্যক্ষ( ১)

★মাধ্যমিক বিদ্যালয়ে

১.সহকারী শিক্ষক (গনিত) (১)

(১) এসএসসি-এইচএসসি-তে/সমমান ন্যূনতম জি পিএ ২.০০-৩.০০/দ্বিতীয় শ্রেণি/বিভাগ এবং | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিতসহ বিজ্ঞান বিভাগে জিপিএ ২.০০-৩,০০/ ২য় শ্রেণির স্নাতক ও বিএড় | জিপিএ ২.০০-৩.০০/ ২য় শ্রেণি/সমমান/২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/সমমান; অথবা


(২) এসএসসি-এইচএসসি-তে/সমমান ন্যূনতম জিপিএ | ২.০০-৩,০০/দ্বিতীয় শ্রেণি/বিভাগ এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিতসহ বিজ্ঞান বিভাগে জিপিএ২.০০-৩.০০/২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান।

২.সহকারী শিক্ষক( শারীরিক শিক্ষা)( ১)

এসএসসি-এইচএসসিতে/সমমান ন্যূনতম জিপিএ ২.০০-৩.০০/২য় শ্রেণি/বিভাগ এবং জিপিএ | ২.০০-৩.০০/ ২য় শ্রেণির স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা জিপিএ ২.০০-৩.০০ / ২য় শ্রেণি/সমমান।

★প্রাথমিক বিদ্যালয়

১.সহকারী শিক্ষক (গনিত)(১)

এসএসসি, এইচএসসি/সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০-৩.০০ / ২য় শ্রেণি/বিভাগ থাকিতে হইবে | এবং বি-এড প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হইবে।

 ২.সহকারী শিক্ষক( বিজ্ঞান) (১)

এসএসসি, এইচএসসি/সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০-৩.০০ / ২য় শ্রেণি/বিভাগ থাকিতে হইবে এবং বি-এড প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হইবে।

৩.সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) (১)

এসএসসি, এইচএসসি/সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০-৩.০০/২য় শ্রেণি/বিভাগ থাকিতে হইবে | এবং বি-এড প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হইবে।

আবেদনের নিয়ম

১. আবেদনকারীর বয়স ২৫.০৫.২০২২ খ্রিঃ তারিখে অধ্যক্ষ ৪৫ বৎসর এবং সহকারী শিক্ষক পদের জন্য ৩৫ বৎসর হতে হবে। ২. আগ্রহী প্রার্থীগণকে মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ৬৩, নিউ ইস্কাটন, ঢাকা বরাবরে আবেদন করতে হবে এবং আবেদনপত্র আগামী ২৫.০৫.২০২২


খ্রি. তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে আবেদন পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত | অনুলিপি, জন্ম সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, সম্প্রতি তোলা ০২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি এবং মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটন, ঢাকা-১২১৭ এর বরাবরে শুধুমাত্র সোনালী ব্যাংক, মগবাজার শাখা, ঢাকার অনুকূলে অধ্যক্ষ পদের জন্য ১,০০০/- (এক হাজার) টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) দাখিল করতে হবে। ৩. আবেদনপত্রে এবং খামের উপরে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও প্রার্থীত পদের নাম উল্লেখ করতে হবে। স্বাক্ষরবিহীন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।


৪. একজন আবেদনকারীর একাধিক প্রতিষ্ঠানের বা পদের জন্য আবেদন গ্রহণযোগ্য নয়।

৫. কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করতে পারেন। 


৬. কর্তৃপক্ষ যে কোন পর্যায়ে নিয়োগ কার্যক্রম বাতিল/স্থগিত করার অধিকার সংরক্ষণ করেন।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২

 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২

বাংলা অংশের সমাধান 

৪. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’- পঙ্ক্তিটি কার?


ক. মদনমোহন তর্কালংকার

খ. কালিপ্রসন্ন সিংহ

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. অক্ষয়কুমা



র দত্ত

উ. ক


৮. 'যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না'- বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?

 ক. অজ্ঞাতকুলশীল

খ. বংশপরিচয়হীন 

গ. কুলবংশহীন

 ঘ. অজ্ঞাতকুলীন

উ. ক


 ১২. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. সূর্য পূর্বদিকে উদয়মান হয়। 

খ. সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়।

গ. সূর্য পূর্বদিকে উদয় হয়।

ঘ. সূর্য পূর্বদিকে উদিত হয়।

উ. ঘ


 ১৪. 'কার্যে বিরতি' অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

ক. হাত করা

খ. হাত গুটান

গ. হাত থাকা ঘ. হাত আসা

উ. খ


 ১৮. 'আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে?

ক. লালন শাহ

খ. হাসন রাজা

গ. পাগলা কানাই 

ঘ. রাধারমণ দত্ত




২১. ‘অনিবৰ্চনীয়' শব্দটির অর্থ 

ক. সুনিশ্চিত

খ. নির্বাচনযোগ্য নয়

গ. বর্ণনাতীত

ঘ. অনিশ্চিত

উ. গ




২২. 'অনুগমন' শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

ক. গমনের পশ্চাৎ

খ. গমনের অগ্র

গ. অনুরূপ গমন

ঘ. পরস্পর গমন


 ২৪. ‘মেধাবী' শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

ক. মেধা + বিন্ 

গ. মেধা + বী

খ. মেধা + বি 

ঘ. মেধা + আবী

উ. ক




২৫. খনার বচনে প্রাধান্য পেয়েছে 

ক. শিল্প

খ. কৃষি

গ. সাহিত্য

ঘ. বিজ্ঞান

উ. খ


২৭. ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা

খ. সপ্তম

গ. চতুর্থ

ঘ. পঞ্চম

উ. খ

২৯. কল কল রবে নদী বইছে। এখানে 'কল কল' কোন অব্যয়?

ক. সমুচ্চয়ী

খ. অনুসর্গ

গ. অনন্বয়ী

ঘ. অনুকার


উ. ঘ




৩০. “রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়”- কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?

ক. রূপসী ডিঙা

খ. রূপসী বাংলা

গ. রূপসা নদী 

ঘ. গ্রামবাংলার নদী 

উ. খ

৩২. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

খ. শূণ্য

গ. ত্রিভুজ


উ. গ




৩৩. ‘আবাহন' শব্দের বিপরীত কোনটি?


ক. আবাহন

গ. বিসর্জন

ঘ. স্নান

উ. গ

৩৪. নিচের কোনটি বিদেশি শব্দ?

ক. কান 

গ. কাঁচি

খ. কাজ

ঘ. কলম

উ. গ,ঘ

 ৪৩. ‘অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ

ক. অহ + রহঃ

খ. অহ + অঃহ

গ. অহঃ + অহ

ঘ. অহঃ + রহ 

উ. গ


৫০. 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে'- উক্তিটি কার?


ক. মুনীর চৌধুরী 

খ. হুমায়ুন আজাদ

গ. মীর মশাররফ হোসেন ঘ. স্বর্ণকুমারী দেবী 

উ. গ


 ৬৪. ‘আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?


ক. শঙ্খ ঘোষ 

গ. শওকত

খ. শেখ মুজিবুর রহমান

ঘ. মমতাজউদ্দিন আহমেদ

 উ. খ


৬৬. ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে'- গানটির গীতিকার

ক. শেখ ওয়াহিদ

খ. কিরণ রায়

গ. শাহ আবদুল করিম

ঘ. কাঙ্গালিনী সুফিয়া

উ. ক

৬৭. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?

খ. পদ্মপুরাণ

ক. পদ্মাগোখরা 

গ. পদ্মাবতী

ঘ. পদ্মরাগ

উ. ক


 ৬৯.‘গৌরব’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

খ. গুরু + অব

ক. গৌর+অব 

গ. গুরু + ঞ্চ

ঘ. গুরু + ষ্ণ

উ. ঘ


বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

ছাড়পত্রের মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়মাবলী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোন কলেজে ছাড়পত্রের মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়মাবলী



১। শিক্ষার্থী স্নাতক ১ম বর্ষ উত্তীর্ণ হওয়ার পর (ক) সরকারী কলেজ হতে সরকারী ও বেসরকারী কলেজ, (খ) বেসরকারী কলেজ হতে বেসরকারী কলেজ ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে কিন্তু বেসরকারী কলেজ হতে সরকারী কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে না। আবার, শিক্ষার্থী একটি কলেজে ১ম বর্ষে ভর্তির আবেদন করেছিল কিন্তু রিলিজ স্লিপের মাধ্যমে অন্য কলেজে ভর্তি হয়েছে সে ক্ষেত্রে পূর্বে আবেদনকৃত কলেজে বা সমমান কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবেনা।


২। চাকুরীরত অভিভাবক (পিতা/মাতা/স্বামী) অন্য জেলায় বদলী হলে, পিতা/মাতা জীবিত না থাকলে/অসমর্থ হলে আইনানুক অভিভাবকের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। শুধুমাত্র সরকারী, স্বায়ত্বশাসিত ও আধা সরকারী প্রতিষ্ঠানে কর্মরত অভিভাবকের বদলী জনিত কারনে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। চাকুরিরত অভিভাবকের বদলীর আদেশ, যোগদানপত্র, চাকুরীর আইডি কার্ড ও অভিভাবকের সম্মতিপত্র আবেদনের সাথে সংযুক্তি করতে হবে।


৩। মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে (সম্মান শ্রেণীতে ভর্তির পর), সে ক্ষেত্রে বিবাহের কাবিননামা, (হিন্দু, খ্রীস্টান ও বৌদ্ধদের ক্ষেত্রে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র, স্বামী-স্ত্রীর যৌথ ছবি ও বিয়ের দাওয়াতপত্র, স্বামী যে প্রতিষ্ঠানে চাকুরি করেন তার প্রত্যয়নপত্র, যোগদানপত্র, জাতীয় পরিচয়পত্র/অন্য কর্মে নিয়োজিত তার প্রামান্যপত্র।


৪। শিক্ষার্থী তার স্থায়ী ঠিকানার নিকটবর্তী কলেজে যৌক্তিক কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। যদি তার নিজের জেলার কোন কলেজে তার পঠিত বিষয়টি অধিভুক্তি না থাকে তাহলে পার্শ্ববর্তী জেলার নিকটবর্তী কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের/পিতা/মাতা এর জাতীয় পরিচয়পত্র ও অভিভাবকের মতামত পত্র জমা দিতে হবে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার যোগ্য মনে করলে TC দিবেন।


৫। অভিভাবকের মৃত্যুজনিত কারনে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে, যদি অভিভাবক সদ্য মৃত্যুবরন করেন সেক্ষেত্রে ডাক্তার কর্তৃক ডেথ সার্টিফিকেট এর কপি অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে। অভিভাবকের মৃত্যুজনিত কারনে অভিভাবকের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তার সম্মতিপত্র তার পেশা ও কর্মস্থল সংক্রান্ত প্রামান্যপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি আবেদনের সাথে জমা দিতে হবে ।।


৬। শিক্ষার্থী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী বিষয়ে সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে । ৭। একই জেলা/বিভাগীয় শহরে অবস্থিত দুটি কলেজের মধ্যে ছাড়পত্রের অনুমোদন দেয়া যাবে না। তবে বিশেষ


কারনবশত মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে উক্ত শর্ত শিথিলযোগ্য। ৮। সংশ্লিষ্ট কলেজের শিক্ষা কার্যক্রম/বিষয়ের অধিভুক্তি স্থগিত হলে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন শাখা


কর্তৃক প্রদত্ত অধিভুক্তি বাতিলের পত্র সংযুক্ত করতে হবে।


১০। আবেদনের সাথে রেজিঃ কার্ড, প্রবেশপত্র ও পরীক্ষার ফলাফল কপি জমা দিতে হবে ১১। একজন শিক্ষার্থী একাধিক বার ছাড়পত্র নিতে পারবে না ।


বিঃ দ্রঃ আবেদন করার সময় Reason এর স্থানে ছাড়পত্রের কারণ স্পষ্ট করে অবশ্যই উল্লেখ করতে হবে।

বুধবার, ২০ এপ্রিল, ২০২২

২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ

২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ



সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল ২১/০৪/২০২২ তারিখে প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১ টি অনার্স বিষয়ে ৮৭৯টি কলেজের মোট ৪,৭৪,২৪৯ (চার লক্ষ চুয়াত্তর হাজার দুইশত উনপঞ্চাশ) জন পরীক্ষার্থী ৩১০টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছে। প্রকাশিত ফলাফল সন্ধ্যা ৭:০০টা থেকে SMS এর মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>hl<space>Registration No লিখে 16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি

২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি



এতদ্বারা সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া'র ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নং ০৫ (৫২৬) জাতীঃ বিঃ/পরীঃ/ডিগ্রী পাস/২০২০/৪৫৪৫ তাং ০৪/০৪/২০২২ খ্রিঃ মোতাবেক ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২০নিয়মিত, অনিয়মিত প্রাইভেট, সার্টিফিকেট ও মানোন্নয়ন/গ্রেড উন্নয়ন শিক্ষার্থীদের ফরমপূরণ আগামী ০৮/০৫/২০২২ হতে ১৭/০৫/২০২২ ইং তারিখ পর্যন্ত চলবে।


এলক্ষ্যে নিয়মিত-অনিয়মিত শিক্ষার্থীদেও বেতন-সেশন ফি ১,৫৯০/- টাকা ও ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার ফি বাবদ (২৮০+২৮০+৩৫০)= ৯১০/= টাকা এবং সার্টিফিকেট শিক্ষার্থীদের ২০০/- টাকা আগামী ১৮/০৪/২০২২ হতে ০৮/০৫/২০২২ ইং তারিখ এর মধ্যে রকেট মোবাইল ব্যাংকিং বিলার ID: 4043 এর মাধ্যমে নিজ নিজ রেজিষ্ট্রেশন নম্বর এর অনুকুলে নির্ধারিত টাকা জামা প্রদান পূর্বক ০৮/০৫/২০২২ হতে ১১/০৫/২০২২ ইং তারিখে অনুষ্ঠিতব্য ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন পূর্বক ফরমপূরণের নিম্নে উল্লেখিত নির্ধারিত ফি'স রকেট মোবাইল ব্যাংকিং বিলার ID: 4043 এর মাধ্যমে নিজ নিজ রেজিষ্ট্রেশন নম্বর এর অনুকূলে পরিশোধ করে Transaction ID পাওয়া যাবে যা পুরুনকৃত ফরমের উপরে লিখে ডিগ্রী পাস বিভাগ/অফিসে জমা দিতে হবে। এছাড়াও বিস্তারিত তথ্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব-সাইট (www.nubd.info/degree-pass) ও কলেজের ওয়েব সাইট (www.ahcollege.gov.bd) তে পাওয়া যাবে।

বিশেষ দ্রষ্টব্যঃ

১। পরীক্ষার ফি'স তালিকায় কোন ত্রুটি হলে ফরমে উল্লেখিত টাকার সহিত কেন্দ্র ও ব্যবস্থাপনা ফি বাবদ ৫০০/- এবং ব্যবহারিক কেন্দ্র ফি বাবদ প্রতি পত্র ১৫০/- টাকা হারে যোগ করে রকেট মোবাইল ব্যাংকিং মধ্যমে জমা দিতে হবে।
২। রেজিঃ কার্ডের ফটোকপি আবেদন ফরমের সাথে যুক্ত করতে হবে

২০ মে তারিখে ২য় ধাপ পরীক্ষা গ্রহনের জন্য পরিকল্পনাকৃত জেলা ও উপজেলার তালিকা

২০ মে তারিখে ২য় ধাপ পরীক্ষা গ্রহনের জন্য পরিকল্পনাকৃত জেলা ও উপজেলার তালিকা 




 প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ। ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। সে হিসেবে একটি পদের বিপরীতে লড়াই করবেন ২৯ জন প্রার্থী।

২৭ মে (তৃতীয় ধাপ)তারিখে পরীক্ষা গ্রহনের জন্য পরিকল্পনাকৃত জেলা ও উপজেলার তালিকা!

 ২৭ মে তারিখে পরীক্ষা গ্রহনের জন্য পরিকল্পনাকৃত জেলা ও উপজেলার তালিকা! 

১.জয়পুরহাট 

২.বগুড়া

৩.নওগাঁ 

৪.নাটোর

৫.পাবনা

৬.কুষ্টিয়া 

৭.চুয়াডাঙ্গা 

৮.ঝিনাইদহ 

৯.নড়াইল 

১০.সাতক্ষীরা

১১.মেহেরপুর

১২.বাগেরহাট

১৩.জামালপুর 

১৪.নারায়ণগঞ্জ 

১৫.রাজবাড়ী 

১৬.গোপালগঞ্জ

১৭.শরীয়তপুর 

১৮.কক্সবাজার 

১৯.পিরোজপুর 

২০.পটুয়াখালী 

২১.ঝালকাঠি 

২২.ভোলা

২৩.বরগুনা 

২৪.সুনামগঞ্জ 

২৫.হবিগঞ্জ 

২৬.ঠাকুরগাঁও 

২৭.দিনাজপুর 

২৮.নীলফামারী

২৯.পঞ্চগড়

৩০.কুড়িগ্রাম 

৩১.গাইবান্ধা 


প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ। ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। সে হিসেবে একটি পদের বিপরীতে লড়াই করবেন ২৯ জন প্রার্থী।


সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় ২০১৮-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমেনারী টু মাস্টর্স (নিয়মিত) বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য ১ম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি...

 সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় ২০১৮-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমেনারী টু মাস্টর্স (নিয়মিত) বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য ১ম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd/admissions- তে প্রবেশ করে ভর্তি ফরম পূরণ ও উত্তেলন পূর্বক নিম্নবর্ণিত ২,৬৫০/-(দুই হাজার ছয়শত পঞ্চাশ মাত্র) টাকা ফিস “মোবাইল ব্যাংকিং রকেট "-এর বিলার ID: 3322-এর মাধ্যমে Student ID তে নিজের Admission Roll এর অনুকূলে পরিশোধ করলে Transaction ID পাওয়া যাবে। অতঃপর কলেজের ওয়েব সাইট www.ahcollege.gov.bd তে প্রবেশ করে Online admission-এ ক্লিক করে প্রাপ্ত Transaction ID ও Admission Roll দিয়ে


Verify করে ভর্তি ফরম পূরণপূর্বক প্রিন্ট করতে হবে। মনোনীত বিভাগে বিভাগের আদায় রশিদের মাধ্যমে ব্যবস্থাপনা ফি ৫০/- টাকাসহ M.Sc. এর সকল বিভাগের জন্য সেমিনার ও ল্যাব উন্নয়ন ফি = ৬৫০/-, MA,MBA ও MSS এর সকল বিভাগের জন্য সেমিনার ফি ৪০০/- টাকা ভর্তি রোলের অনুকূলে পরিশোধ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।



ভর্তির তারিখ : ১২/০৪/২০২২ খ্রি. হতে ২০/০৪/২০২২ খ্রি. পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) ভর্তির ফরম জমার সময় প্রতিদিন সকাল ১০.০০ টা হতে বেলা ০৩.০০ টা পর্যন্ত নিজ নিজ বিভাগে।



ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ১। প্রাথমিক আবেদনপত্রের শিক্ষার্থীর অংশের মূল কপি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডাউনলোডকৃত ফরমের মূল কপি;


২। স্নাতক (পাস) পরীক্ষার সনদ ও নম্বরপত্র এর ফটোকপি,


৩। শিক্ষার্থীর নিজের ও পিতা-মাতা/অভিভাবকের (পিতা-মাতার অবর্তমানে) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ৪। দ্বৈত ভৰ্তি সম্পর্কিত অঙ্গীকার নামা।


22/08/2022 প্রফেসর

শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

প্রাইমারি শিক্ষক নিয়োগে অনিয়ম ঠেকাতে ব্যাপকপদক্ষেপ নেয়া হয়েছে...

 প্রাইমারি শিক্ষক নিয়োগে অনিয়ম ঠেকাতে ব্যাপকপদক্ষেপ নেয়া হয়েছে...




১. ‘মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে পরীক্ষার হলে অসদুপায় বন্ধ করতে কেন্দ্রের এলাকাগুলোয় জ্যামার বসানো হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে থেকে শেষ পর্যন্ত নেটওয়ার্ক বিচ্ছিন্ন রাখতে জ্যামার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২.গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে।

৩.প্রশ্নপত্র ফাঁস ও প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে যৌথভাবে কাজ করছে বিটিআরসি ও গোয়েন্দা সংস্থা।

৪.অনিয়ম বন্ধে প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন।

৫.যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার্থীরা যাতে প্রবেশ করতে না পারে সে জন্য মেটাল ডিটেক্টর বসানো হবে। প্রার্থীদের কানে ডিভাইস আছে কি না, তা যাচাই করা হবে।



 

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

রোববার থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে....

রোববার থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে.... 

এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে সম্পন্ন হবে।

১ম ধাপঃ ২২ এপ্রিল

২য় ধাপঃ ২০ মে

৩য় ধাপ ৩ জুন

প্রথম ধাপে যে সব জেলার পরীক্ষা হবেঃ

১.চাপাইনবয়াবগঞ্জ 

২.সিরাজগঞ্জ 

৩.মাগুরা। 

৪.যশোর।

৫.শেরপুর।

৬.ময়মনসিংহ 

৭.নেত্রকোনা 

৮. কিশোরগঞ্জ 

৯. টাঙ্গাইল 

১০. গাজীপুর 

১১. নরসিংদী 

১২. মানিকগঞ্জ 

১৩. ঢাকা

১৪. মাদারীপুর 

১৫. মুন্সিগঞ্জ

১৬. কুমিল্লা 

১৭. লক্ষ্মীপুর

১৮. নোয়াখালী 

১৯. ফেনী

২০. চট্রগ্রাম

২১.মৌলভীবাজার 

২২. লালমনিরহাট 


প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ। ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। সে হিসেবে একটি পদের বিপরীতে লড়াই করবেন ২৯ জন প্রার্থী।


বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

খাগড়াছড়ি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ২০২২ পরীক্ষার প্রশ্ন সম্পূর্ণ সমাধান:

 #খাগড়াছড়ি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ২০২২ পরীক্ষার প্রশ্ন সম্পূর্ণ  সমাধান:


১। বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে? উত্তরঃ ১৯৭৪ 


২। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? উত্তরঃ ইন্দোনেশিয়া [মালেশিয়ার Sepak takraw] 


৩। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? উত্তরঃ সুলতানি আমলে 


৪। বাংলাদেশের ঘোড়া প্রচলন চালু করেন? 

উত্তরঃ শেরশাহ 


৫। সংবিধানের ৭ মার্চের ভাষণ কোন  তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 

উত্তরঃ পঞ্চম তফসিলে 


৬। National Day Of Bangladesh is? উত্তরঃ ২৬ মার্চ 


৭। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? 

উত্তরঃ ৭টি


৮। চাল রপ্তানীতে র্শীর্ষ দেশ?  

উত্তরঃ ভারত  [32.6% of total rice exports] 


৯। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? উত্তরঃ ২ টাকা 


১০। ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি? উত্তরঃ প্রধানমন্ত্রী

 


১১। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী- পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?

 উত্তরঃ ২৮ (২) 


১২। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 

উত্তরঃ ৬.১৫ কি.মি 


১৩। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তরঃ ১৩৬ 


১৪। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন দেশ? উত্তরঃ ফ্রান্স 


রিটেন -২০ 


১)জাতির জনক বঙ্গবন্ধু নিয়ে ১০ টি বাক্য। 


২) your favourite hobby  নিয়ে ১০ টি বাক্য।


 ১. Deciduous trees are trees those

 

ক. have fleshy leaves

খ. are extremely big

গ. have delicious leaves

ঘ. lose the leaves annually

উত্তরঃ ঘ. lose the leaves annually

 

২. সমাস শব্দের অর্থ-

ক. সংযোজন

খ. সংশ্লেষণ

গ. বিশ্লেষণ

ঘ. সংক্ষেপণ

উত্তরঃ সংক্ষেপণ

 

৩. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয় —

ক. ঋ, র

খ. ট,ঠ

গ. ই,উ

ঘ. ত, থ

উত্তরঃ ক. ঋ,র

 

৪. যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?

ক. 18

খ. 20

গ. 22

ঘ. 16

উত্তরঃ খ. 20%

 

৫. একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?

ক. 200

খ. 150

গ. 210

ঘ. 125

উত্তরঃ ১৫০

 

৬. ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন –

ক. বেলাল মোহাম্মদ

খ. এম এ আজিজ

গ. আবু হেনা মোস্তফা কামাল

ঘ. এম আর আখতার মুকুল

উত্তরঃ এম আর আখতার মুকুল

 

৭. Which one of the following words is not plural?

ক. Men

খ. Feet

গ. Lice

ঘ. News

উত্তরঃ ঘ. News

 

৮. .১১.১১.২/ .০১*.০২ এর মান কত?

ক. 550

খ. 200

গ. 120

ঘ. 660

উত্তরঃ ৬৬০

 

৯. গায়ক এর সন্ধি বিচ্ছেদ-

ক. গো + অক

খ. গা+ অক

গ. গা + য়ক

ঘ. গৈ+ অক

১৯. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে —

ক. যৌগিক

খ. মিশ্র

গ. সরল

ঘ. জটিল

উত্তরঃ জটিল

 

২০.ধ্বনির পরিবর্তন কত প্রকার —

ক. তিন

খ. চার

গ. পাঁচ

ঘ. ২

উত্তরঃ ২ প্রকার

 

২১. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুটি কি কি?

ক. 12, 13

খ. 15, 16

গ. 18, 19

ঘ. 20, 21

উত্তরঃগ. 18, 19


২২. কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি-

ক. বাইট

খ. DPI

গ. পিক্সেল

ঘ. হার্জ

উত্তরঃ ক. বাইট

 

২৩. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?

ক. 210

খ. 200

গ. 180

ঘ. 220

উত্তরঃ 180

 

২৪. What is the noun of “Accept”?

ক. Acceptably

খ. Acceptance

গ. Accepted

ঘ. Acceptable

উত্তরঃ Acceptance

 

২৫. English …. across the world.

ক. has spoken

ঊত্তরঃ গৈ+ অক

 

১০. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর 2, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুন অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত?

ক. 46

খ. 35

গ. 24

ঘ. 57

উত্তরঃ ২৪

 

১১. শুদ্ধ বানান কোনটি?

ক. মুমুর্ষু

খ. মুমূর্ষু

গ. মুমূর্ষূ

ঘ. মূমর্ষ

উত্তরঃ মুমূর্ষু

 

১২. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?

ক. ড্যাশ

খ. প্রশ্নচিহ্ন

গ. কোলন

ঘ. সেমিকোলন

উত্তরঃ প্রশ্নচিহ্ন

১৩. The meaning of the word “obese” is:

ক. tardy

খ. obnoxious

গ. Very fat

ঘ. ugly

উত্তরঃ Very fat

 

১৪. কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন-

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে

খ. মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদ

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দানে

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধানমণ্ডি ৩২ নম্বর

উত্তরঃ ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে

 

১৫. ঢেঁকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়-

ক. শব্দ শক্তি

খ. তাপ শক্তি

গ. শব্দ ও তাপ শক্তি

ঘ. চুম্বক শক্তি

উত্তরঃ গ) শব্দ ও তাপ শক্তি

 

১৬. “Pass away” means:

ক. disappear

খ. die

গ. erase

ঘ. to cross

উত্তরঃ die

 

১৭. The Synonym of “Crime” is

ক. Mistake

খ. Thief

গ. Offense

ঘ. Trial

উত্তরঃ গ. Offence

 

১৮. চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য —

ক. বস্তুবাচক

খ. সমষ্টিবাচক

গ. ব্যক্তিবাচক

ঘ. জাতিবাচক

উত্তরঃ ক. বস্তুবাচক

খ. speaks

গ. is speaking

ঘ. is spoken

উত্তরঃ is spoken

 

২৬.‘‘উলুখাগড়া’’ শব্দের অর্থ কি —

ক. গুরুত্বহীন লোক

খ. রাজা-বাদশা

গ. এক শ্রেণীভুক্ত

ঘ. লাকড়ি

উত্তরঃ ক. গুরুত্বহীন লোক

 

২৭. Which one is correct?

ক. One of my friends is a lawyer.

খ. One of my friends is a lawyer.

গ. One of my friends is a lawyer.

ঘ. One of my friends is a lawyer.

উত্তরঃ ক. One of my friends is a lawyer.

 

২৮.কষ্টে লাভ হয় যা —

ক. সুলভ

খ. দুর্লভ্য

গ. দূর্লভ

ঘ. দুর্লভ

উত্তরঃ ঘ. দুর্লভ

 

২৯. Of the four books, the red one is the …

ক. more cheaper

খ. cheapest

গ. cheap

ঘ. cheaper

উত্তরঃ খ. cheapest

 

৩০ . জন্মহীন মৃত্যুহীন —

ক. অয়

খ. আমৃত্যু

গ. অজ

ঘ. অজেয়

উত্তরঃ গ. অজ

 

৩১. She has blessed… a son.

ক. by

খ. for

গ. in

ঘ. with

উত্তরঃ ঘ. with

 

৩২. যদি (x-y)2=12 আর xy=1 তবে x2+y2 কত?

ক. 11

খ. 12

গ. 13

ঘ. 14

উত্তরঃ 14

৩৩. The feminine form of the word “Author” is:

ক. Authors

খ. Authoress

গ. Authors

ঘ. Authors

উত্তরঃ Authoress

 

৩৪. ঢাকাতে 24 মে দুপুর 12 টার সময় লন্ডনে সময় হবে-

ক. 25 মে 12 টা

খ. 24 মে সকাল ৬ টা

গ. 24 মে সন্ধ্যা 6 টা

ঘ. 24 মে রাত 12 টা

উত্তরঃ খ. 24 মে সকাল ৬ টা

 

৩৫.‘‘গাছপাথর’’ বাগধারাটির অর্থ কি –

ক. বারাবাড়ি করা

খ. ভূমিকা করা

গ. হিসাব নিকাশ

ঘ. অসম্ভব বস্তু

উত্তরঃ গ. হিসাব নিকাশ

 

৩৬.‘ আগ্নেয়’’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি —

ক. অগ্নি+ষ্ণেয়

খ. অগ্নি+ এয়

গ. অগ্নি+য়

ঘ. অগ্নী+ এয়

উত্তরঃ ক. অগ্নি+ষ্ণেয়

 

৩৭. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন-

ক. Mikhail Gorbachev

খ. Nikita Khrushev

গ. Nikolai Podgorny

ঘ. leonid Breznhev

উত্তরঃ গ. Nikolai Podgorny

 

৩৮. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-

ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী

খ. বিচারপতি এবি সিদ্দিক

গ. বিচারপতি এম এন হুদা

ঘ. বিচারপতি আবদুস সাত্তার

উত্তরঃ ঘ. বিচারপতি আবদুস সাত্তার

 

৩৯.সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে-

ক. ২৮০

খ. ২২৩

গ. ১৭১

ঘ. ২৯৮

উত্তরঃ খ. ২২৩

 

৪০. Which sentence is correct?

ক. none of these

খ. He does not know how to swim.

গ. He does not know to swim.

ঘ. He does not know how to swim.

উত্তরঃ গ. He does not know to swim

 

৪১. টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে-

ক. ১০

খ. ১৭

গ. ২১

ঘ. ৮

উত্তরঃ ১৭

 

৪২.‘শর্বরী’ 

এর বিপরীত শব্দ কোনটি —

ক. দিবস

খ. রজনী

গ. দীন

ঘ. রাত

উত্তরঃ ক. দিবস

 

৪৩. The singular form of ‘data is?

ক. dat

খ. datas

গ. none

ঘ. datum

উত্তরঃ ঘ. datum

 

৪৪. Rajshahi is …. sugar growing areas in Bangladesh.

ক. one of the larger

খ. one of largest

গ. one of the largest

ঘ. largest

উত্তরঃ গ. one of the largest

 

৪৫. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়-

ক. ৩৪৫

খ. ৩৫০

গ. ৩৫৫

ঘ. ৩০০

উত্তরঃ খ. ৩৫০

 

৪৬. ৩ টি সংখ্যার গড় ৬ এবং ঐ ৩ টি সংখ্যাসহ মোট ৪ টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত?

ক. ৮

খ. ৫

গ. ৬

ঘ. ৭

উত্তরঃ ঘ. ৭

 

৪৭. The passive form of “I know him”

ক. He known to me

খ. He was known to me.

গ. He is known to me

ঘ. I was known to him.

উত্তরঃ গ. He is known to me

 

৪৮. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রন্থের অনুপাত 3 : 1। পরিসীমা 200 মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

ক. 1875

খ. 1675

গ. 1575

ঘ. 1775

উত্তরঃ ক. 1875

 

৪৯. একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3 : 1। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত 4 : 1 হবে?

ক. 3

খ. 8

গ. 6

ঘ. 4

উত্তরঃ ঘ. 4

 

৫০. একুশে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে-

ক. UNDP

খ. UNESCO

গ. UNEP

ঘ. UNICEF

উত্তরঃ খ. UNESCO

 

৫১. BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম-

ক. Newly Development Bank

খ. BRICS Development Bank

গ. Developing Bnak

ঘ. New Development Bank

উত্তরঃ ঘ. New Development Bank

 

৫২. যদি x+y=17 ও xy=60 তবে x-y= কত?

ক. ৫

খ. ৭

গ. ৮

ঘ. ৯

উত্তরঃ ৭

 

৫৩. দেশে বিদেশে’র লেখক কে-

ক. সৈয়দ শামসুল হক

খ. সৈয়দ মুজতবা আলী

গ. ফররুখ আহম্মদ

ঘ. শওকত ওসমান

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী

 

৫৪. এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় বছরের আয়ের কত অংশ?

ক. ১/৪

খ. ১/২

গ. ২/৩

ঘ. ১/৩

উত্তরঃ খ. ১/২

 

৫৫. কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজী এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

ক. 500

খ. 560

গ. 600

ঘ. 400

উত্তরঃ ৫০০

 

৫৬.‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি —

ক. গো+ এষণা

খ. গো+ ষণা

গ. গ+ এষণা

ঘ. গব+ এষণা

উত্তরঃ গো+ এষণা

 

৫৭. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?

ক. 39

খ. 93

গ. 57

ঘ. 75

উত্তরঃ ৩৯

 

৫৮. একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুন পরিমান পেলে শিক্ষার্থী সংখ্যা কত?

ক. 30

খ. 75

গ. 70

ঘ. 85

উত্তরঃ ৩০

 

৫৯.কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান-

ক. দুর্নীতি দমন

দমন কমিশন

খ. জাতীয় মানবাধিকার কমিশন

গ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়

ঘ. জাতীয় তথ্য কমিশন

উত্তরঃ গ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়

 

৬০. There is …. milk in the glass.

ক. a big amount

খ. much

গ. small

ঘ. a little

উত্তরঃ ঘ. a little

 

৬১. কোন একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ২/৩ অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?

ক. 90

খ. 80

গ. 85

ঘ. 120

 

উত্তরঃ ৯০

৬২. The antonym of ‘Insipid is-

ক. cold

খ. dull

গ. exciting

ঘ. sanguine

উত্তরঃ গ. exciting

 Government job news

৬৩. I hardly go out after dusk. সঠিক বাংলা অনুবাদ-

ক. আমি সন্ধ্যার পরে মোটেও বাইরে যাই না

খ. আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই

গ. আম সন্ধ্যার পরেই বাইরে যাই

ঘ. আমি সন্ধ্যার পরে প্রায়ই বাইরে যাই।

উত্তরঃ খ. আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই

৬৪. The Spirit of Islam বইটির লেখক কে-

ক. হাজী মুহম্মদ মুহসিন

খ. বেগম রোকেয়া

গ. মাওলানা আবুল কালাম আজাদ

ঘ. সৈয়দ আমীর আলী

উত্তরঃ ঘ. সৈয়দ আমীর আলী

 

৬৫.1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন-

ক. জেনারেল ইয়াহিয়া

খ. জেনারেল রাও ফরমান আলী

গ. জেনারেল জিয়াউর রহামান

ঘ. জেনারেল টিক্কা খান

উত্তরঃ খ. জেনারেল রাও ফরমান আলী

 

৬৬.পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?

ক. 4 মিনিট

খ. 5 মিনিট

গ. 20 মিনিট

ঘ. 1 মিনিট

উত্তরঃ ক. 4 মিনিট

 

৬৭.‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে —

ক. সমরণি

খ. সরণি

গ. সরণী

ঘ. স্মরণী

উত্তরঃ খ. সরণি

৬৮. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন-

ক. ৮

খ. ৫

গ. ৯

ঘ. ৭

উত্তরঃ গ. ৯

 

৬৯.কোনটি প্রাদি সমাসের উদাহরণ —

ক. প্রগতি

খ. গৃহস্থ

গ. ছাপোষা

ঘ. উপকূল

উত্তরঃ ক. প্রগতি

 

৭০. a-1/a=3 হলে a2+1/a2 এর মান কত?

ক. 11

খ. 12

গ. 1

ঘ. 16

 

উত্তরঃ ক. 11

৭১. Choose the word with the correct spelling:

ক. receive

খ. receive

গ. receive

ঘ. receive

উত্তরঃ গ. receive

 

৭২. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি 12, 9, 15, 5, 20, 8, 25, 17,21,23, 11

ক. 14

খ. 12

গ. 15

ঘ. 13

উত্তরঃ ১২

 

৭৩. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-

ক. স্থূল কোণ

খ. সরল কোণ

গ. সূক্ষ কোণ

ঘ. পূরক কোণ

উত্তরঃ গ. সূক্ষ কোণ

 

৭৪.বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি-

ক. পৃথিবীর কেন্দ্রে

খ. বিষুব অঞ্চলে

গ. মেরু অঞ্চলে

ঘ. পাহারের ওপর

উত্তরঃ গ. মেরু অঞ্চলে

 

৭৫.বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-

ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ

খ. সম্রাট আকবর

গ. শায়েস্তা খাঁ

ঘ. শেখ হাসিনা

উত্তরঃ খ. সম্রাট আকবর

 

৭৬. পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে-

ক. মোস্তফা সারওয়ার ফারুকী

খ. তারেক মাসুদ

গ. আব্দুল গাফফার চৌধুরী

ঘ. নাসির উদ্দীন ইউসুফ

উত্তরঃ গ. আব্দুল গাফফার চৌধুরী

 

৭৭.শুদ্ধ বানান কোনটি —

ক. বিভীষিকা

খ. বিভিষিকা

গ. বিভীষীকা

ঘ. বিভিষিকা

উত্তরঃ ক. বিভীষিকা

 

৭৮.‘ সুনাম’ শব্দের ‘ সু’ কোন উপসর্গ —

ক. সংস্কৃত

খ. বাংলা

গ. আরবি

ঘ. ফারসি

উত্তরঃ খ. বাংলা

৭৯. The opposite word of “Delete” is

ক. injure

খ. Delay

গ. Insert

ঘ. Trap

উত্তরঃ গ. Insert

 

৮০. একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং 2য় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

ক. 6

খ. 3

গ. 4

ঘ. 5

উত্তরঃ খ. 3

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ এর লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পয়করণের লক্ষ্যে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভার কার্যবিবরণী।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ এর লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পয়করণের লক্ষ্যে


অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভার কার্যবিবরণী।





আগামী ২২ এপ্রিল ২০২২ থেকে সারাদেশে ৩ (তিন) ধাপে অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্নকরণের লক্ষ্যে ১২ এপ্রিল ২০২২ তারিখ মঙ্গলবার বেলা ১১.৩০ ঘটিকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: জাকির হোসেন এমপি মহোদয়ের সভাপতিত্বে এ মন্ত্রণালয়ের সভাকক্ষে (কক্ষ নং-৬১০৬১২) এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত কর্মকর্তাদের তালিকা পরিশিষ্ট "ক" এ দুষ্টব্য। সভার শুরুতে মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিত সকলকে স্বাগত জানান এবং উক্ত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের একান্ত সহযোগিতা কামনা করেন। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে সভার কার্যক্রম শুরু হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জনাব সোহেল আহমেন পাওয়ার পয়েন্টে পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি ও বিভিন্ন দপ্তর হতে চাহিত সহযোগিতার বিষয়ে বিস্তারিত উল্লেখপূর্বক উপস্থাপনা করেন (পরিশিষ্ট-'খ')। ২। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রক্ষার্থে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার উপর


গুরুত্বারোপ করেন।


৩। জনাব আলমগীর মুহম্মদ মনসুবুল আলম, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের সকল ডিআইজি, এসপিদের নিয়ে সভা করা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানান। তাছাড়া প্রশ্নপত্র প্রণয়ন স্থানে এবং পরীক্ষাকেন্দ্রসমূহে মোবাইল নেটওয়ার্কিং সিষ্টেম জ্যামারের ব্যবস্থা নেয়ার জন্য বিটিআরসিকে অনুরোধ জানান।


৪। জনাব মো: সাবিরুল ইসলাম, অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ জানান যে, রমজান এবং ট্রাফিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যাপ্ত সময় হাতে রেখে ওএমতার শীট ও প্রশ্নপত্রের ট্রাংক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে সরবরাহ করতে অনুরোধ করেন। মাঠ পর্যায়ের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদেরকে শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নকরণের নির্মিত মন্ত্রিপরিষদ বিভাগ হতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে মর্মে আনান। জনাব শেখ ছালেহ আহাম্মদ, উপসচিন, জননিরাপত্তা বিভাগ জানান যে, পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানোসহ সকল কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স (মহিলা কেন্দ্রে মহিলা পুলিশসহ) প্রেরণ করার জন্য পুলিশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করে হবে মর্মে উল্লেখ করেন।

সোমবার, ১১ এপ্রিল, ২০২২

❐❐ ৪৩টি প্রতিষ্ঠানের চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ

৪৩টি প্রতিষ্ঠানের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২.




০১। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডঃ

পদসমূহঃ বিভিন্ন ক্যাটাগরিতে ২২০টি পদ।

আবেদনের সময়সীমাঃ ০৮-০৫-২০২২ থেকে ০৭-০৬-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://tgtdcl.teletalk.com.bd

০২। গণপূর্ত অধিদপ্তরঃ

পদসমূহঃ ০৭ ক্যাটাগরির ৪৪৯টি পদ।

আবেদনের সময়সীমাঃ ১৭-০৪-২০২২ থেকে ৩১-০৫-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://pwd.teletalk.com.bd

০৩। ঢাকা ব্যাংক লিমিটেডঃ

পদের নামঃ Management Trainee Officer (MTO).

আবেদনের সময়সীমাঃ ২৩-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://ers.bdjobs.com/applications/dhakabank

০৪। বাংলাদেশ রেলওয়েঃ

পদের নামঃ বুকিং সহকারী- ১৫৩টি পদ।

আবেদনের সময়সীমাঃ ১৭-০৫-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://br.teletalk.com.bd

০৫। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ঃ

পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ১৩-০৪-২০২২ থেকে ১৩-০৫-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://nbc.teletalk.com.bd

০৬। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরঃ

পদসমূহঃ ০৬ ক্যাটাগরির ৯৬টি পদ।

আবেদনের সময়সীমাঃ ১০-০৫-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://rangpurvat.teletalk.com.bd

০৭। বাংলাদেশ রাবার বোর্ডঃ

পদসমূহঃ ১৫ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ১০-০৫-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://brb.teletalk.com.bd/brb_2022/apply.php

০৮। কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি):

পদসমূহঃ বিভিন্ন ক্যাটাগরিতে ৮০৮টি পদ।

আবেদনের সময়সীমাঃ ০৯-০৫-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://cbhc.teletalk.com.bd

০৯। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরঃ

পদসমূহঃ ০৪ ক্যাটাগরির ৪৯টি পদ।

আবেদনের সময়সীমাঃ ০৮-০৫-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ https://job.shmrmi.gov.bd

১০। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডঃ

পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ০৫-০৫-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ https://career.nwpgcl.gov.bd

১১। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ঃ

পদসমূহঃ ০৫ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ০৬-০৫-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://ird.teletalk.com.bd

১২। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ঃ

পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ০৫-০৫-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://mofl.teletalk.com.bd

১৩। বাংলাদেশ সমরাস্ত্র কারখানাঃ

পদসমূহঃ ১৪ ক্যাটাগরিতে ১৩৮ টি পদ।

আবেদনের সময়সীমাঃ ৩০-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://bof.teletalk.com.bd

১৪। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ):

পদসমূহঃ ২৪ ক্যাটাগরিতে ৩৬৩টি পদ।

আবেদনের সময়সীমাঃ ৩০-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ

১৫। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর Accelerating Protection For Children (APC) Project.

পদসমূহঃ ০৩ ক্যাটাগরির ৮৬টি পদ।

আবেদনের সময়সীমাঃ  ৩০-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://apc.teletalk.com.bd

১৬। অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি), স্বাস্থ্য অধিদপ্তরঃ

পদসমূহঃ বিভিন্ন ক্যাটাগরিতে ২২৬টি পদ।

আবেদনের সময়সীমাঃ ২৮-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://ldamc.teletalk.com.bd

১৭। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষঃ

পদসমূহঃ ০৭ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৮-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://brta.teletalk.com.bd

১৮। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ঃ

পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৮-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://moewoe.teletalk.com.bd

১৯। বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ডঃ

পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৮-০৪-২০২২ ইং ।

অনলাইনে আবেদনঃ http://bab.teletalk.com.bd

২০। বাংলাদেশ শিল্পকলা একাডেমিঃ

পদসমূহঃ ১২ ক্যাটাগরির টি পদ।

আবেদনের সময়সীমাঃ ২৭-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://bsa.teletalk.com.bd

২১। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগঃ

পদসমূহঃ ০৫ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৭-০৪-২০২২ ইং ।

অনলাইনে আবেদনঃ http://rdcd.teletalk.com.bd

২২। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরঃ

পদসমূহঃ ০৪ ক্যাটাগরির ৩২৯ টি পদ।

আবেদনের সময়সীমাঃ ২৭-০৪-২০২২ ইং ।

অনলাইনে আবেদনঃ http://dphe.teletalk.com.bd

২৩। রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেডঃ

পদসমূহঃ ০৫ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৭-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://rpcl.teletalk.com.bd

২৪। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলঃ

পদসমূহঃ ১৩ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৬-০৪-২০২২ ইং ।

অনলাইনে আবেদনঃ http://bac.teletalk.com.bd

২৫। পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকাঃ

পদসমূহঃ ০৯ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৫-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://pmgmc.teletalk.com.bd

২৬। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরঃ

পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৫-০৪-২০২২ ইং।

২৭। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ঃ

পদসমূহঃ ০৬ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৫-০৪-২০২২ ইং ।

অনলাইনে আবেদনঃ http://mopme.teletalk.com.bd

২৮। পানি সম্পদ মন্ত্রণালয়ঃ

পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৪-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://warpo.teletalk.com.bd

২৯। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটঃ

পদসমূহঃ ১৪ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২২-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://bina.teletalk.com.bd

৩০। সমবায় অধিদপ্তরঃ

পদসমূহঃ ১৭ ক্যাটাগরির ৫১১ টি পদ।

আবেদনের সময়সীমাঃ ২১-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://coop.teletalk.com.bd

৩১। স্বাস্থ্য অধিদপ্তরঃ

পদসমূহঃ ১৫ ক্যাটাগরির ২৬৮০ টি পদ।

আবেদনের সময়সীমাঃ ২১-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://dghsc.teletalk.com.bd

৩২। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনঃ

পদসমূহঃ ০৯ ক্যাটাগরির ৯১টি পদ।

আবেদনের সময়সীমাঃ ২০-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://bpsc.teletalk.com.bd

৩৩। বাংলাদেশ রেলওয়েঃ

পদের নামঃ গার্ড গ্রেড-২ (গ্রেড ১৪)- ৫৩টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমাঃ ১৮-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://br.teletalk.com.bd

৩৪। চট্রগ্রাম সিটি কর্পোরেশনঃ

পদের নামঃ সহকারী প্রকৌশলী (পুর)  - ০৬ টি পদ।

আবেদনের সময়সীমাঃ ১৮-০৪-২০২২ ইং।

৩৫। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনঃ

পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ১৬-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://bcic.teletalk.com.bd

৩৬। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনঃ

পদসমূহঃ ২১ ক্যাটাগরির ২০০টি পদ।

আবেদনের সময়সীমাঃ ১৪-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://dncc.teletalk.com.bd

৩৭। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনঃ

পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ১৩-০৪-২০২২ ইং।

জেলা প্রশাসকের কার্যালয়সমূহঃ

৩৮। জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরঃ

পদসমূহঃ ০৮ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ১৯-০৫-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://dcsherpur.teletalk.com.bd

৩৯। জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জঃ

পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।

নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ১০-০৫-২০২২ ইং।

৪০। জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাটঃ

পদসমূহঃ ০৫ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ০৫-০৫-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://dclal.teletalk.com.bd

৪১। জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়াঃ

পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৮-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://dcbogura.teletalk.com.bd

৪২। জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁওঃ

পদসমূহঃ ০৫ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২১-০৪-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://dctgn.teletalk.com.bd

৪৩। জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলঃ

পদের নামঃ অফিস সহায়ক- ৫টি পদ।

আবেদনের সময়সীমাঃ ১৭-০৪-২০২২ ইং ।

অনলাইনে আবেদনঃ http://dctangail.teletalk.com.bd


শনিবার, ৯ এপ্রিল, ২০২২

কাস্টম,এক্সাইজএন্ড কমিশনারেট, রংপুর এ সার্কুলার প্রকাশ.....

কাস্টম,এক্সাইজএন্ড কমিশনারেট, রংপুর এ সার্কুলার প্রকাশ.....



আবেদন করার নিয়মাবলি/শর্তাবলিঃ

(V) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র/কাউনি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত চারিত্রিক সনদপত্র। (3) সারিত অনুলিপি।


ব্যয়সীমা নির্ধারণের ( ৩১/০৫/২০২২ খ্রিস্টাব্দে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য বিবেচিত হন। (1) রবি টি এবং আনসার ও কিডপি প্রার্থীদের ক্ষেত্রে শারের সর্বশেষ ইতিমালা অনুযায়ী


(চ) Online পূরণকৃত আবেদনপন্যের ফটোকপি (Applicant's Copy Admit Card)


১৮৩০


মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদনের পুত্র-কন্যা, মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিসোভার শুরু - নারে কোন প্রকার এরিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি/কারি ও স্বায়তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিতে নিয়োজিত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং


কার করা হলে মুক্তিযোদীন মুক্তিযোদ্ধার সম্পর আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুরু কথা বা পুত্র-কন্যার পুত্র-কন্যা এমনি পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক


মৌখিক পরীক্ষার সময় অনাপতির দাখিল করবেন। এ ক্ষেত্রে কোন স্বীয় বণিযোগ্য হবে না। যাণী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোৱাৰ


করতে হবে। www.prebd.com (জ) গাড়ীচালক পদের প্রাণীদের ক্ষেত্রে ড্রাইভিং পাইসেন্সের সমায়িত ফটোকপি।


পুরু-কন্যা বা পুরু-কন্যার পুরু-কন্যা হলে আবেদনপারা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ৩) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলিঃ


বামী কর্তৃক প্রদত তথ্য যা দাখিলকৃত কলেজণর যান, মিথ্যা বা ঘৃতা প্রমাণিত হলে বিনা পরীক্ষায় নকল না পায় অব


(ক) পরীক্ষার সম্মাহণে ইচ্ছুক নাকি নিহো পদ্ধতি http://rangpurvat.teletalk.com.bd টি আবেদনপত্র পূরণ করতে


খিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। থ্যজ্ঞান কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। খত (বাংলা, ইংবেরী, গণিত, সাধারণ জ্ঞান), ব্যবহারিক (রহাযোজ্য ক্ষেয়ে) ও মৌখিক পরী ব্যবহারিক পরীক্ষা ক্ষেত্রে এবং হিরিক পরীক্ষার প্রাসাদ ে মৌখিক পরীক্ষার জন্য নি


পারবেন। আবেদনের সময়সীমা নিক্ষেপঃ


Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন কি হাসান এর ১১/০৪/২০২২ খ্রিস্টপ ১০.০০ ঘটিকা। আবেদনপত্র ১০/০৫/২০২২ID Online আবেদনপত্র দাক্ষিণ এর সময় থেকে ১২ (বাহাঘর) ঘSMS মে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।


যায়ী কেটিন সংরক্ষণ করা হবে। । নিয়োগ বিজ্ঞন্তিতে উদ্ভাখিত শূন্য পদের সমৃদ্ধি হতে পারে। বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/পাতিল করার ক্ষম


(4) (Photo) (Signature)


(Phota) Online নির্ধারিত স্থানে প্রার্থীকে ( uoron pixol এ যা বেশি নয় (Flo Size 100 KB নয়) এবং অনধিক 00 (তিন) মান পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে। উল্লেখ্য সাদাকালো ছবি হবে না। Applicant's Copy-c# ছবি মুদ্রিত হলে আবেদনপত্র বাতিল হবে। সন্নাস পরে তোলা ছবি গ্রহণযোগ্য হবে।


৮।বিষয়ে বাংলাদেশ সরকারের সর্বশেষ জারিকৃত পরিশহ/নীতিমালা মোতাদের সকল প্রকার নীতি অনুসরণ করা হবে। ১। নিয়োগ পরীক্ষার যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত মৃত বলে হ ১০। লিখিত, আর্থিক ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূটি পরবর্তী দৈনিক পত্রিকা ও কাটমাস, এক্সাইর ও হাট কমিশনারেট, রংপুর এব ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।


স্বাক্ষর (Signatura) আপলোড Online এ আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীকে (দৈ) pisol এর করা যা দেশি না (File Size 60KB বেশি গ্রহণযোগ্য নয়) এরুপ মাপের স্বাক্ষর আপলোহ। Applicant's Copy- না মলে আবেদনপর অভিলHেome] [Pape (Photo & Signature Validator) Menue Pholo Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।


১১। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার প্রদান করা হবে না। ১। ও আটি কমিশনারেট, রংপুর এর ওয়েবসাইটে (www.argpurvat.gov.bd) oঙ্ক পাওয়া যাবে।


() Online কে পুরণকৃত তথ্যই যেহেল বর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হয়ে যেয়ে আবেদন করার পূর্বেই পূরণকৃত সঞ্চা মোর সঠিকরা সম্পর্কে প্রার্থী নিয়ে শতভাগ নিশ্চিত হবেন। (Orimকৃত আবেদনপত্রের একটি হিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং


১৪। সরকার কর্তৃক বারিকৃত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষায় অন্মোহণ করতে হবে। 201


১৫। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সার্ভির সোনার স্থায়ী বাসিন্দা হয়ে হবে। ১৬। উপরে উল্লেখ করা হয়নি এমন কোন শাসন কর্তৃক জারিকৃত বিধি-বিধান


মৌখিক পরীক্ষার সময় এক ে (6) SMS মাপনি ও পরীক্ষার ফি প্রদা


অনলাইনে আপের (Application Form)ভাবে পূরণ র Upload করে আকাশের Submit করাসহ ছবিসহ Application Preview দেখা যাবে। পরে Submit করা সম্পন্ন হলে User ID, এক একটি Applicant's Copy । Applicant's CopyDowricadণ কি সক্ষণ করবেন। Applicant's Copy User IDUser ID নম্বর ব্যবহার বাণী নিম্নোক্ত পদ্ধৰিতে যে কোন teletalk pre-paid mobile মাধ্যমে ০২ (দুই)টি SMS আবেদন ফি বাবদ ১-৫ না জমিতে গদবীর আবেদনের ১০০/- (একশত) টি সার্ভিস চার্জ ১২/-যোগ্য) মোট ১১২/- (একশর বারো) টাকা এবং জমিকের দী/- সার্ভিস চাযob/- (যাগ) মোট eal- ht ধন। এখানে বিশেষভাবে যে, "online আধোনগামের সফলা অংশ পূরণ করে submit করা হলে পরীক্ষার ফি জমা দেয়া পর্যন্ত online আবের কোন অবস্থাতেই গৃহীত হবে না"।

শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

আজকে অনুষ্ঠিত(৮ এপ্রিল ২০২২) পার্বত্য চট্টগ্রামের (খাগড়াছড়ি) প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ধরণ ও প্রশ্নপত্র।

 আজকে অনুষ্ঠিত(৮ এপ্রিল ২০২২) পার্বত্য চট্টগ্রামের (খাগড়াছড়ি) প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি ৪০ মার্কের হয়েছে। যার মধ্যে mcq ছিল 60 এবং রিটেন 20 মার্কের। একই প্রশ্নতে এমসিকিউ এবং রিটেন দুইটাই হয়েছিল।রিটেনের জন্য দুইটা এক্সট্রা পেইজ দিয়েছিল।

রিটেন -২০

১)জাতির জনক বঙ্গবন্ধু নিয়ে ১০ টি বাক্য। (2) your favourite hobby নিয়ে ১০ টি বাক্য। শুধুমাত্র ১৪ টি mcq এর ছবি অনলাইনে পাওয়া গিয়েছে।



বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

বন্যা সতর্কতা! ভারি বৃষ্টি!!

 বন্যা সতর্কতা! ভারি বৃষ্টি!!

শুনতে অবাক লাগলেও পূর্বাভাসে এমনটাই দেখা যাচ্ছে।  এখানে প্রকৃত অর্থে বন্যা বলতে নিচু স্থান গুলো প্লাবিত/ ডুবে যাওয়াকে বোঝানো হচ্ছে। 



**আগামী দুই সপ্তাহে ভারি বৃষ্টির সম্ভাবনা পাওয়া গেছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। যার ফলে বিশেষ করে এসব বিভাগের উত্তর/ উত্তর পূর্বাঞ্চলীয়  নিচু স্থান সমূহ প্লাবিত হতে পারে।  

বিস্তারিত আসছে..... ইনশাআল্লাহ।

(বিঃদ্রঃ আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। যেকোন সময় পূর্বাভাস পরিবর্তন হতে পারে।)

তথ্য সূত্র: BWOT

৪৪৯ পদে গৃহায়ন ও গণপূর্ত অধিদফতর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

৪৪৯ পদে গৃহায়ন ও গণপূর্ত অধিদফতর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নং-২৫.০২.০০০০,014,11,016.15.383 তাং ০৪/১০/২০২০ খ্রিঃ এর পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের গ্রেড-১৪ হতে ১৬ গ্রেডভুক্ত নিম্ন বর্ণিত (৩য় শ্রেণীর) শূণ্য পদসমূহ পুরণের লক্ষ্যে বাংলাদেশের স্হায়ী নাগরিকদের (পুরুষ/মহিলা) নিকট হতে কেবলমাত্র অনলাইন এর মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে....


পদের নাম, পদ সংখ্যা 


১.ষ্টেনোটাইপিষ্ট কাম-কম্পিউটার অপারেটর

২.জরিপকারী

 ৩.নকশাকার

৪.কার্যসহকারী  

৫.অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক-৮০টি

৬.হিসাব সহকারী

৭.ট্রেসার

মোটপদ ৪৪৯টি



যোগ্যতা


২৪টি (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের


সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং


(গ) বাংলা ও ইংরেজীতে সাঁটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।


(ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪-০৯-২০১৯ তারিখ জারীকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে ডিপ্লোমাধারী।


১০৬টি সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রসহ এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞদের


অগ্রাধিকার দেওয়া হইবে।


২৩টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচ.এস.সি অথবা এইচ.এস.সি


ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বৎসরের বাস্তব


অভিজ্ঞতা।


(ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;


(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং


(গ) কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২০ ও


২০ শব্দ।


(ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪-০৯-২০১৯ তারিখ জারীকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ ও ৪ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয়সহ এইচ.এস.সি


পরীক্ষায় ২য় বিভাগ/সমমানের জিপিএসহ উত্তীর্ণ। ড্রয়িং বিষয়সহ এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ।


উপরে উল্লেখিত পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ১৭ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে আবেদনকারীর বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক


প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স অনুর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ক্রমিক নম্বর ১ ও ৫ পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। গণপূর্ত অধিদপ্তরে কেবলমাত্র সেটআপ ভুক্ত পদে (মাস্টার রোল, ওয়ার্কচার্জড, অস্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতিত) কর্মরত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন। বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনকারীগণ তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের (নির্বাহী প্রকৌশলীর নিয়ে নয়) নিকট হতে নাম, পদবী, কর্মস্থল এবং কোন তারিখ হতে কর্মরত আছেন সে বিষয়ে সনদ গ্রহণপূর্বক আবেদনের সাথে আপলোড করবেন। বয়স প্রমাণে জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র বিবেচনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। (জন্ম নিবন্ধন ওয়েব সাইট হতে পরীক্ষা করা হবে।) একজন ব্যক্তি উপরে উল্লিখিত পদসমূহের যেকোন একটির জন্য আবেদন করতে পারবেন।

বুধবার, ৬ এপ্রিল, ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম....

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম........

ভর্তি প্রক্রিয়াঃ এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। ফলে এবারও কোন ভর্তি পরীক্ষা হচ্ছে না।


আবেদন শুরুঃ মে মাসে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন শুরু হবে।

মেধাতালিকা প্রকাশঃ জুনের মধ্যেই ভর্তির মেধাতালিকা প্রকাশসহ সব প্রক্রিয়া সম্পন্ন করবে।

ক্লাস শুরুঃ জুলাইয়ের শুরুতে ক্লাস শুরু হবে।




প্রাইমারি নিয়োগ পরীক্ষা ২০২০

প্রাইমারি নিয়োগ পরীক্ষা ২০২০

১ম ধাপঃ প্রথম ধাপ আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

২য় ধাপঃ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। 



প্রথম ধাপে যে সব জেলার পরীক্ষা হবেঃ

১.চাপাইনবয়াবগঞ্জ 

২.সিরাজগঞ্জ 

৩.মাগুরা। 

৪.যশোর।

৫.শেরপুর।

৬.ময়মনসিংহ 

৭.নেত্রকোনা 

৮. কিশোরগঞ্জ 

৯. টাঙ্গাইল 

১০. গাজীপুর 

১১. নরসিংদী 

১২. মানিকগঞ্জ 

১৩. ঢাকা

১৪. মাদারীপুর 

১৫. মুন্সিগঞ্জ

১৬. কুমিল্লা 

১৭. লক্ষ্মীপুর

১৮. নোয়াখালী 

১৯. ফেনী

২০. চট্রগ্রাম

২১.মৌলভীবাজার 

২২. লালমনিরহাট 


সোমবার, ৪ এপ্রিল, ২০২২

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজে,বগুড়া বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ

 আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজে,বগুড়া বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ




অন্যান্য বিষয়াবলিঃ


১.২ বৎসর সন্তোষজনকভাবে চাকরি করার পর বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

২.আগ্রহী প্রার্থীগণ আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্তসহ সংশ্লিষ্ট সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে সভাপতি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া-এর বরাবরে দরখাস্ত প্রতিষ্ঠান কার্যালয়ে পৌঁছাতে হবে। আবেদনসমূহ যাচাই করে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত/মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে


ফোন/মোবাইলের মাধ্যমে জানানো হবে। ওয়ান ব্যাংক লিমিটেড, বগুড়া শাখা STD- 0195150595004 নম্বরে ০১ নং পদের জন্য ৭০০/ (সাতশত) টাকা, ০২ ও ০৩ নং পদের জন্য ৫০০ (পাঁচশত) টাকা (যা অফেরতযোগ্য) জমার মূল


রশিদ/ ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। শিক্ষক পদে সিইনএড/বিএড ডিগ্রীধারী, অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের


অগ্রাধিকার দেয়া হবে। আয়া পদে এমপিও ভুক্ত না হওয়া পর্যন্ত মাসিক বেতন সর্বসাকুল্যে ৮২৫০/- টাকা হারে প্রদান করা হবে।


৬। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রতিষ্ঠানের প্রয়োজনে বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা এবং কোন কারণ ছাড়া কর্তৃপক্ষ এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ

রবিবার, ৩ এপ্রিল, ২০২২

২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি

২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ

◼️ সময়সীমাঃ ০৭/০৪/২০২২ইং হতে ১৭/০৫/২০২২ইং  (শিক্ষার্থী কর্তৃক)


***বিস্তারিত কলেজ নোটিশে জানতে পারবেন***



✅ বি_দ্রঃ এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নিয়মিত ২০১৬-১৭, ২০১৫-১৬ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।

১। সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত বিবরণী, প্রশ্নপত্রের চাহিদা ফরম ও ডাটা এন্ট্রি সফটওয়ার সংগ্রহ ও


সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম, ডাটা এন্ট্রি সফটওয়ার ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীসহ প্রয়োজনীয় তথ্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nubd.info/degree-pass) পাওয়া যাবে। উক্ত ওয়েবসাইট যথাসময়ে চালু হবে এবং ডাটা এন্ট্রির নির্ধারিত সময়ের পর তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে ডাটা এন্ট্রি সম্পন্ন করতে হবে।


২। শিক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম পূরণ ও জমা করার তারিখ ঃ ক) শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন করার তারিখ


(খ) শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেয়ার শেষ তারিখ (গ) শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ (কলেজ কর্তৃক)


:০৭/০৪/২০২২ হতে ১৭/০৫/২০২২ পর্যন্ত ১৯/০৫/২০২২


২২/০৫/২০২২ হতে ২৬/০৫/২০২২ পর্যন্ত


ঘ) সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ (কলেজ কর্তৃক) 4) Pay Slip, ফিস বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখা/স্ব-স্ব আঞ্চলিক ২৯/০৫/২০২২ হতে ৩১/০৫/২০২২ পর্যন্ত


কেন্দ্রে জমা দেয়ার শেষ তারিখ ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার নির্ধারিত ফি (প্রতি পরীক্ষার্থী)


৩। ক) ৩য় বর্ষ (৭০০ নম্বর) নিয়মিত


১৪০০/- (৭০০/- + মার্কসিট ও সার্টিফিকেট ৬০০/- + ইনকোর্স ১০০/-) এবং ব্যবহারিক ফি প্রতি বিষয়ে ১৫০/- হারে


৬০০/- (প্রতি পত্রে ১০০/- হারে + ইন-কোর্স ১০০/


খ) সার্টিফিকেট কোর্স


+ মার্কসিট ৩০০/-)


গ) ৩য় বর্ষ অকৃতকার্য (এক বা একাধিক পত্র)/স্নোেড উন্নয়ন। ৩০০/- + প্রতি পত্রে ১০০/- হারে গ) ব্যবহারিক কেন্দ্র ফি


১০০/- (প্রতি বিষয়ে)


1800/


ঘ) কেন্দ্র ক


বিশ্ববিদ্যালয়ে জমা হবে না।


(প্রতি বর্ষে ভর্তির সময় ২০০/- টাকা হারে ইন-কোর্স (নিয়মিত/প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স) কি সংশ্লিষ্ট কলেজ গ্রহণ করে ইন-কোর্স পরীক্ষা সম্পন্ন করবে)


৪। পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী


ক) ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা (নিয়মিত) ৪


i) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ও ২০১৮ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ (Promoted) হয়েছে তারা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।


ii) উপরোক্ত শিক্ষার্থীদেরকে ৩য় বর্ষে "ইংরেজি" আবশ্যিকপত্রসহ নৈর্বাচনিক বিষয়গুলোর ৫ম ও ৬ষ্ঠ পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। iii) এ সকল শিক্ষার্থীদেরকে ব্যবহারিক সম্বলিত বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


খ) ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা (অনিয়মিত) ঃ


i) ২০১৪-১৫, ২০১৫-২০১৬ ও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে কিন্তু ২০১৭, ২০১৮ ২০১৯ সালের ৩য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেনি তারা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।


ii) উপরোক্ত শিক্ষার্থীদেরকে ৩য় বর্ষে “ইংরেজি" আবশ্যিকপত্রসহ নৈর্বাচনিক বিষয়গুলোর ৫ম ও ৬ষ্ঠ পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


iii) ২০১৪-১৫, ২০১৫-২০১৬ ও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে কোন কোর্সে/পত্রে F মেজ পেয়েছে তারা F স্লোড প্রাপ্ত কোর্সে/পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করবে।


iv) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৯ সালের ৩য় বর্ষের চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তারা শেষ বারের মতো ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। উল্লেখ্য


ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হলে একজন শিক্ষার্থী শুধুমাত্র একবার পরবর্তী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের সাথে উক্ত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম D মোড পেতে হবে। ব্যবহারিক পরীক্ষায় মানোন্নয়নের সুযোগ নেই।


ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা (মানোন্নয়ন)


i) ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের পর CGPA 2.25 বা এর কম প্রাপ্ত শিক্ষার্থীরা পূর্বে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করে নাই ৩য় বর্ষের এমন সর্বোচ্চ দু'টি কোর্সে মানোন্নয়ন (C এবং D গ্রেড প্রাপ্ত) পরীক্ষা দিতে পারবে।


ব্যবহারিক পরীক্ষার মানোন্নয়নের সুযোগ নাই। ৫। সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা (২০০ নম্বর) :


ক) ২০১৫, ০২১৬, ২০১৭ ও ২০১৮ শিক্ষাবর্ষে রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা সার্টিফিকেট কোর্স ৩য়


পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। খ) এ সকল শিক্ষার্থীরা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

শনিবার, ২ এপ্রিল, ২০২২

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতর্তৃপক্ষ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ....

 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতর্তৃপক্ষ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ....



১.আবেদনের নিয়মাবলি:
আগ্রহী প্রার্থীদেরকে ৩০/০৪/২০২২ তারিখ পর্যন্ত শুধুমাত্র www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে অন-লাইনে আবেদন
দাখিল করতে হবে।

২.০১/০৪/২০২২ তারিখে প্রার্থীদের বয়স উল্লেখ করতে হবে।

081 আবেদন করার সময় ফরম পূরনের নিয়ম ও অন্যান্য শর্তাবলী www.jobsbiwta.gov.bd সাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Applied ID টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত Applied ID টি রকেটের Biller Number হিসেবে ব্যবহার করে ৭২ ঘন্টার মধ্যে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএ'র বিলার আইডি নং-৪২২ এ আবেদন ফি বাবদ ক্রমিক নং-০১ হতে ১১ এ বর্ণিত পদের জন্য ৩২০ (তিনশত বিশ) টাকা এবং ক্রমিক নং-১১-২৪ এ বর্ণিত পদের জন্য ২১৫/-(দুইশত পনেরো) টাকা হারে (অফেরৎযোগ্য) আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদন পত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

09 |

আবেদনকারীগণকে নিজ নিজ Applied ID ব্যবহার করে www.jobsbiwta.gov.bd ওয়েব সাইট থেকে প্রবেশপত্র

সংগ্রহ করার জন্য আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে যথা সময়ে SMS প্রদানের মাধ্যমে অবহিত করা হবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক/ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) গ্রহণের সময় প্রার্থীদের আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে। চাকুরীরত প্রার্থীগণ-কে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য

ক্ষেত্রে) উত্তীর্ণ হলে চাকুরীরত প্রতিষ্ঠানের নিকট থেকে অব্যাহতি পত্র দাখিল করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়স ৩২(বত্রিশ) বৎসর এবং মুক্তিযোদ্ধার নাতী/নাতনীদের

ক্ষেত্রে বয়স ৩০ (ত্রিশ) বৎসর। অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।

১১। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।

১২। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।

১৩। প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করেন।

৪৭ তম বিসিএস এর MCQ প্রশ্ন

৪৭ তম বিসিএস এর MCQ  প্রশ্ন