সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ এর লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পয়করণের লক্ষ্যে
অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভার কার্যবিবরণী।
আগামী ২২ এপ্রিল ২০২২ থেকে সারাদেশে ৩ (তিন) ধাপে অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্নকরণের লক্ষ্যে ১২ এপ্রিল ২০২২ তারিখ মঙ্গলবার বেলা ১১.৩০ ঘটিকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: জাকির হোসেন এমপি মহোদয়ের সভাপতিত্বে এ মন্ত্রণালয়ের সভাকক্ষে (কক্ষ নং-৬১০৬১২) এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত কর্মকর্তাদের তালিকা পরিশিষ্ট "ক" এ দুষ্টব্য। সভার শুরুতে মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিত সকলকে স্বাগত জানান এবং উক্ত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের একান্ত সহযোগিতা কামনা করেন। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে সভার কার্যক্রম শুরু হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জনাব সোহেল আহমেন পাওয়ার পয়েন্টে পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি ও বিভিন্ন দপ্তর হতে চাহিত সহযোগিতার বিষয়ে বিস্তারিত উল্লেখপূর্বক উপস্থাপনা করেন (পরিশিষ্ট-'খ')। ২। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রক্ষার্থে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার উপর
গুরুত্বারোপ করেন।
৩। জনাব আলমগীর মুহম্মদ মনসুবুল আলম, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের সকল ডিআইজি, এসপিদের নিয়ে সভা করা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানান। তাছাড়া প্রশ্নপত্র প্রণয়ন স্থানে এবং পরীক্ষাকেন্দ্রসমূহে মোবাইল নেটওয়ার্কিং সিষ্টেম জ্যামারের ব্যবস্থা নেয়ার জন্য বিটিআরসিকে অনুরোধ জানান।
৪। জনাব মো: সাবিরুল ইসলাম, অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ জানান যে, রমজান এবং ট্রাফিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যাপ্ত সময় হাতে রেখে ওএমতার শীট ও প্রশ্নপত্রের ট্রাংক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে সরবরাহ করতে অনুরোধ করেন। মাঠ পর্যায়ের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদেরকে শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নকরণের নির্মিত মন্ত্রিপরিষদ বিভাগ হতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে মর্মে আনান। জনাব শেখ ছালেহ আহাম্মদ, উপসচিন, জননিরাপত্তা বিভাগ জানান যে, পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানোসহ সকল কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স (মহিলা কেন্দ্রে মহিলা পুলিশসহ) প্রেরণ করার জন্য পুলিশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করে হবে মর্মে উল্লেখ করেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন