বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

রোববার থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে....

রোববার থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে.... 

এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে সম্পন্ন হবে।

১ম ধাপঃ ২২ এপ্রিল

২য় ধাপঃ ২০ মে

৩য় ধাপ ৩ জুন

প্রথম ধাপে যে সব জেলার পরীক্ষা হবেঃ

১.চাপাইনবয়াবগঞ্জ 

২.সিরাজগঞ্জ 

৩.মাগুরা। 

৪.যশোর।

৫.শেরপুর।

৬.ময়মনসিংহ 

৭.নেত্রকোনা 

৮. কিশোরগঞ্জ 

৯. টাঙ্গাইল 

১০. গাজীপুর 

১১. নরসিংদী 

১২. মানিকগঞ্জ 

১৩. ঢাকা

১৪. মাদারীপুর 

১৫. মুন্সিগঞ্জ

১৬. কুমিল্লা 

১৭. লক্ষ্মীপুর

১৮. নোয়াখালী 

১৯. ফেনী

২০. চট্রগ্রাম

২১.মৌলভীবাজার 

২২. লালমনিরহাট 


প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ। ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। সে হিসেবে একটি পদের বিপরীতে লড়াই করবেন ২৯ জন প্রার্থী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

৪৭ তম বিসিএস এর MCQ প্রশ্ন

৪৭ তম বিসিএস এর MCQ  প্রশ্ন