সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় ২০১৮-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমেনারী টু মাস্টর্স (নিয়মিত) বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য ১ম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি...

 সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় ২০১৮-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমেনারী টু মাস্টর্স (নিয়মিত) বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য ১ম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd/admissions- তে প্রবেশ করে ভর্তি ফরম পূরণ ও উত্তেলন পূর্বক নিম্নবর্ণিত ২,৬৫০/-(দুই হাজার ছয়শত পঞ্চাশ মাত্র) টাকা ফিস “মোবাইল ব্যাংকিং রকেট "-এর বিলার ID: 3322-এর মাধ্যমে Student ID তে নিজের Admission Roll এর অনুকূলে পরিশোধ করলে Transaction ID পাওয়া যাবে। অতঃপর কলেজের ওয়েব সাইট www.ahcollege.gov.bd তে প্রবেশ করে Online admission-এ ক্লিক করে প্রাপ্ত Transaction ID ও Admission Roll দিয়ে


Verify করে ভর্তি ফরম পূরণপূর্বক প্রিন্ট করতে হবে। মনোনীত বিভাগে বিভাগের আদায় রশিদের মাধ্যমে ব্যবস্থাপনা ফি ৫০/- টাকাসহ M.Sc. এর সকল বিভাগের জন্য সেমিনার ও ল্যাব উন্নয়ন ফি = ৬৫০/-, MA,MBA ও MSS এর সকল বিভাগের জন্য সেমিনার ফি ৪০০/- টাকা ভর্তি রোলের অনুকূলে পরিশোধ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।



ভর্তির তারিখ : ১২/০৪/২০২২ খ্রি. হতে ২০/০৪/২০২২ খ্রি. পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) ভর্তির ফরম জমার সময় প্রতিদিন সকাল ১০.০০ টা হতে বেলা ০৩.০০ টা পর্যন্ত নিজ নিজ বিভাগে।



ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ১। প্রাথমিক আবেদনপত্রের শিক্ষার্থীর অংশের মূল কপি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডাউনলোডকৃত ফরমের মূল কপি;


২। স্নাতক (পাস) পরীক্ষার সনদ ও নম্বরপত্র এর ফটোকপি,


৩। শিক্ষার্থীর নিজের ও পিতা-মাতা/অভিভাবকের (পিতা-মাতার অবর্তমানে) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ৪। দ্বৈত ভৰ্তি সম্পর্কিত অঙ্গীকার নামা।


22/08/2022 প্রফেসর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

৪৭ তম বিসিএস এর MCQ প্রশ্ন

৪৭ তম বিসিএস এর MCQ  প্রশ্ন