প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২
বাংলা অংশের সমাধান
৪. ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’- পঙ্ক্তিটি কার?
ক. মদনমোহন তর্কালংকার
খ. কালিপ্রসন্ন সিংহ
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. অক্ষয়কুমা
র দত্ত
উ. ক
৮. 'যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না'- বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
ক. অজ্ঞাতকুলশীল
খ. বংশপরিচয়হীন
গ. কুলবংশহীন
ঘ. অজ্ঞাতকুলীন
উ. ক
১২. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. সূর্য পূর্বদিকে উদয়মান হয়।
খ. সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়।
গ. সূর্য পূর্বদিকে উদয় হয়।
ঘ. সূর্য পূর্বদিকে উদিত হয়।
উ. ঘ
১৪. 'কার্যে বিরতি' অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
ক. হাত করা
খ. হাত গুটান
গ. হাত থাকা ঘ. হাত আসা
উ. খ
১৮. 'আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে?
ক. লালন শাহ
খ. হাসন রাজা
গ. পাগলা কানাই
ঘ. রাধারমণ দত্ত
২১. ‘অনিবৰ্চনীয়' শব্দটির অর্থ
ক. সুনিশ্চিত
খ. নির্বাচনযোগ্য নয়
গ. বর্ণনাতীত
ঘ. অনিশ্চিত
উ. গ
২২. 'অনুগমন' শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
ক. গমনের পশ্চাৎ
খ. গমনের অগ্র
গ. অনুরূপ গমন
ঘ. পরস্পর গমন
২৪. ‘মেধাবী' শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
ক. মেধা + বিন্
গ. মেধা + বী
খ. মেধা + বি
ঘ. মেধা + আবী
উ. ক
২৫. খনার বচনে প্রাধান্য পেয়েছে
ক. শিল্প
খ. কৃষি
গ. সাহিত্য
ঘ. বিজ্ঞান
উ. খ
২৭. ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা
খ. সপ্তম
গ. চতুর্থ
ঘ. পঞ্চম
উ. খ
২৯. কল কল রবে নদী বইছে। এখানে 'কল কল' কোন অব্যয়?
ক. সমুচ্চয়ী
খ. অনুসর্গ
গ. অনন্বয়ী
ঘ. অনুকার
উ. ঘ
৩০. “রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়”- কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?
ক. রূপসী ডিঙা
খ. রূপসী বাংলা
গ. রূপসা নদী
ঘ. গ্রামবাংলার নদী
উ. খ
৩২. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
খ. শূণ্য
গ. ত্রিভুজ
উ. গ
৩৩. ‘আবাহন' শব্দের বিপরীত কোনটি?
ক. আবাহন
গ. বিসর্জন
ঘ. স্নান
উ. গ
৩৪. নিচের কোনটি বিদেশি শব্দ?
ক. কান
গ. কাঁচি
খ. কাজ
ঘ. কলম
উ. গ,ঘ
৪৩. ‘অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ
ক. অহ + রহঃ
খ. অহ + অঃহ
গ. অহঃ + অহ
ঘ. অহঃ + রহ
উ. গ
৫০. 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে'- উক্তিটি কার?
ক. মুনীর চৌধুরী
খ. হুমায়ুন আজাদ
গ. মীর মশাররফ হোসেন ঘ. স্বর্ণকুমারী দেবী
উ. গ
৬৪. ‘আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?
ক. শঙ্খ ঘোষ
গ. শওকত
খ. শেখ মুজিবুর রহমান
ঘ. মমতাজউদ্দিন আহমেদ
উ. খ
৬৬. ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে'- গানটির গীতিকার
ক. শেখ ওয়াহিদ
খ. কিরণ রায়
গ. শাহ আবদুল করিম
ঘ. কাঙ্গালিনী সুফিয়া
উ. ক
৬৭. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
খ. পদ্মপুরাণ
ক. পদ্মাগোখরা
গ. পদ্মাবতী
ঘ. পদ্মরাগ
উ. ক
৬৯.‘গৌরব’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
খ. গুরু + অব
ক. গৌর+অব
গ. গুরু + ঞ্চ
ঘ. গুরু + ষ্ণ
উ. ঘ


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন