২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি
এতদ্বারা সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া'র ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নং ০৫ (৫২৬) জাতীঃ বিঃ/পরীঃ/ডিগ্রী পাস/২০২০/৪৫৪৫ তাং ০৪/০৪/২০২২ খ্রিঃ মোতাবেক ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২০নিয়মিত, অনিয়মিত প্রাইভেট, সার্টিফিকেট ও মানোন্নয়ন/গ্রেড উন্নয়ন শিক্ষার্থীদের ফরমপূরণ আগামী ০৮/০৫/২০২২ হতে ১৭/০৫/২০২২ ইং তারিখ পর্যন্ত চলবে।
এলক্ষ্যে নিয়মিত-অনিয়মিত শিক্ষার্থীদেও বেতন-সেশন ফি ১,৫৯০/- টাকা ও ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার ফি বাবদ (২৮০+২৮০+৩৫০)= ৯১০/= টাকা এবং সার্টিফিকেট শিক্ষার্থীদের ২০০/- টাকা আগামী ১৮/০৪/২০২২ হতে ০৮/০৫/২০২২ ইং তারিখ এর মধ্যে রকেট মোবাইল ব্যাংকিং বিলার ID: 4043 এর মাধ্যমে নিজ নিজ রেজিষ্ট্রেশন নম্বর এর অনুকুলে নির্ধারিত টাকা জামা প্রদান পূর্বক ০৮/০৫/২০২২ হতে ১১/০৫/২০২২ ইং তারিখে অনুষ্ঠিতব্য ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন পূর্বক ফরমপূরণের নিম্নে উল্লেখিত নির্ধারিত ফি'স রকেট মোবাইল ব্যাংকিং বিলার ID: 4043 এর মাধ্যমে নিজ নিজ রেজিষ্ট্রেশন নম্বর এর অনুকূলে পরিশোধ করে Transaction ID পাওয়া যাবে যা পুরুনকৃত ফরমের উপরে লিখে ডিগ্রী পাস বিভাগ/অফিসে জমা দিতে হবে। এছাড়াও বিস্তারিত তথ্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব-সাইট (www.nubd.info/degree-pass) ও কলেজের ওয়েব সাইট (www.ahcollege.gov.bd) তে পাওয়া যাবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
১। পরীক্ষার ফি'স তালিকায় কোন ত্রুটি হলে ফরমে উল্লেখিত টাকার সহিত কেন্দ্র ও ব্যবস্থাপনা ফি বাবদ ৫০০/- এবং ব্যবহারিক কেন্দ্র ফি বাবদ প্রতি পত্র ১৫০/- টাকা হারে যোগ করে রকেট মোবাইল ব্যাংকিং মধ্যমে জমা দিতে হবে।
২। রেজিঃ কার্ডের ফটোকপি আবেদন ফরমের সাথে যুক্ত করতে হবে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন