বিয়াম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য নিম্নোক্ত পদে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকেদ রখাস্ত আহবান করা হচ্ছে।
পদের নামঃ
★কলেজ
১.অধ্যক্ষ( ১)
★মাধ্যমিক বিদ্যালয়ে
১.সহকারী শিক্ষক (গনিত) (১)
(১) এসএসসি-এইচএসসি-তে/সমমান ন্যূনতম জি পিএ ২.০০-৩.০০/দ্বিতীয় শ্রেণি/বিভাগ এবং | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিতসহ বিজ্ঞান বিভাগে জিপিএ ২.০০-৩,০০/ ২য় শ্রেণির স্নাতক ও বিএড় | জিপিএ ২.০০-৩.০০/ ২য় শ্রেণি/সমমান/২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/সমমান; অথবা
(২) এসএসসি-এইচএসসি-তে/সমমান ন্যূনতম জিপিএ | ২.০০-৩,০০/দ্বিতীয় শ্রেণি/বিভাগ এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিতসহ বিজ্ঞান বিভাগে জিপিএ২.০০-৩.০০/২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান।
২.সহকারী শিক্ষক( শারীরিক শিক্ষা)( ১)
এসএসসি-এইচএসসিতে/সমমান ন্যূনতম জিপিএ ২.০০-৩.০০/২য় শ্রেণি/বিভাগ এবং জিপিএ | ২.০০-৩.০০/ ২য় শ্রেণির স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা জিপিএ ২.০০-৩.০০ / ২য় শ্রেণি/সমমান।
★প্রাথমিক বিদ্যালয়
১.সহকারী শিক্ষক (গনিত)(১)
এসএসসি, এইচএসসি/সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০-৩.০০ / ২য় শ্রেণি/বিভাগ থাকিতে হইবে | এবং বি-এড প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হইবে।
২.সহকারী শিক্ষক( বিজ্ঞান) (১)
এসএসসি, এইচএসসি/সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০-৩.০০ / ২য় শ্রেণি/বিভাগ থাকিতে হইবে এবং বি-এড প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হইবে।
৩.সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) (১)
এসএসসি, এইচএসসি/সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০-৩.০০/২য় শ্রেণি/বিভাগ থাকিতে হইবে | এবং বি-এড প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হইবে।
আবেদনের নিয়ম
১. আবেদনকারীর বয়স ২৫.০৫.২০২২ খ্রিঃ তারিখে অধ্যক্ষ ৪৫ বৎসর এবং সহকারী শিক্ষক পদের জন্য ৩৫ বৎসর হতে হবে। ২. আগ্রহী প্রার্থীগণকে মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ৬৩, নিউ ইস্কাটন, ঢাকা বরাবরে আবেদন করতে হবে এবং আবেদনপত্র আগামী ২৫.০৫.২০২২
খ্রি. তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে আবেদন পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত | অনুলিপি, জন্ম সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, সম্প্রতি তোলা ০২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি এবং মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটন, ঢাকা-১২১৭ এর বরাবরে শুধুমাত্র সোনালী ব্যাংক, মগবাজার শাখা, ঢাকার অনুকূলে অধ্যক্ষ পদের জন্য ১,০০০/- (এক হাজার) টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) দাখিল করতে হবে। ৩. আবেদনপত্রে এবং খামের উপরে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও প্রার্থীত পদের নাম উল্লেখ করতে হবে। স্বাক্ষরবিহীন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
৪. একজন আবেদনকারীর একাধিক প্রতিষ্ঠানের বা পদের জন্য আবেদন গ্রহণযোগ্য নয়।
৫. কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করতে পারেন।
৬. কর্তৃপক্ষ যে কোন পর্যায়ে নিয়োগ কার্যক্রম বাতিল/স্থগিত করার অধিকার সংরক্ষণ করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন