৪৪৯ পদে গৃহায়ন ও গণপূর্ত অধিদফতর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নং-২৫.০২.০০০০,014,11,016.15.383 তাং ০৪/১০/২০২০ খ্রিঃ এর পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের গ্রেড-১৪ হতে ১৬ গ্রেডভুক্ত নিম্ন বর্ণিত (৩য় শ্রেণীর) শূণ্য পদসমূহ পুরণের লক্ষ্যে বাংলাদেশের স্হায়ী নাগরিকদের (পুরুষ/মহিলা) নিকট হতে কেবলমাত্র অনলাইন এর মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে....
পদের নাম, পদ সংখ্যা
১.ষ্টেনোটাইপিষ্ট কাম-কম্পিউটার অপারেটর
২.জরিপকারী
৩.নকশাকার
৪.কার্যসহকারী
৫.অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক-৮০টি
৬.হিসাব সহকারী
৭.ট্রেসার
মোটপদ ৪৪৯টি
যোগ্যতা
২৪টি (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের
সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং
(গ) বাংলা ও ইংরেজীতে সাঁটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।
(ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪-০৯-২০১৯ তারিখ জারীকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ ও ৩ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে ডিপ্লোমাধারী।
১০৬টি সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রসহ এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞদের
অগ্রাধিকার দেওয়া হইবে।
২৩টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচ.এস.সি অথবা এইচ.এস.সি
ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বৎসরের বাস্তব
অভিজ্ঞতা।
(ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং
(গ) কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২০ ও
২০ শব্দ।
(ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখা কর্তৃক ২৪-০৯-২০১৯ তারিখ জারীকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল-২ ও ৪ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয়সহ এইচ.এস.সি
পরীক্ষায় ২য় বিভাগ/সমমানের জিপিএসহ উত্তীর্ণ। ড্রয়িং বিষয়সহ এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ।
উপরে উল্লেখিত পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ১৭ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে আবেদনকারীর বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক
প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স অনুর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ক্রমিক নম্বর ১ ও ৫ পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। গণপূর্ত অধিদপ্তরে কেবলমাত্র সেটআপ ভুক্ত পদে (মাস্টার রোল, ওয়ার্কচার্জড, অস্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতিত) কর্মরত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন। বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনকারীগণ তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের (নির্বাহী প্রকৌশলীর নিয়ে নয়) নিকট হতে নাম, পদবী, কর্মস্থল এবং কোন তারিখ হতে কর্মরত আছেন সে বিষয়ে সনদ গ্রহণপূর্বক আবেদনের সাথে আপলোড করবেন। বয়স প্রমাণে জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র বিবেচনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। (জন্ম নিবন্ধন ওয়েব সাইট হতে পরীক্ষা করা হবে।) একজন ব্যক্তি উপরে উল্লিখিত পদসমূহের যেকোন একটির জন্য আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন