Date: May 31, 2022
বরাবর,
মহোদয়/মহোদয়া
বিষয়:- বন্যার সতর্কবার্তা
সম্ভাষণ,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী জুন মাসের ১ম ও ২য় সপ্তাহে দেশের উত্তরের ৩ বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণ এবং উজানে ভারতীয় ভূখণ্ডে ভারী থেকে অতিভারী বর্ষণ এর কারনে দেশের উত্তরের নদ-নদীসমুহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এতে এই ৩ বিভাগের নিচু এলাকাসমুহ যেখানে সহসাই বন্যার পানিতে প্লাবিত হয় সেখানে আগামী ২ সপ্তাহে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেইসাথে দূর্বল বেড়িবাঁধ গুলো ভেঙে গিয়ে নতুন এলাকাও গ্লাবিত হতে পারে।
সুতরাং বন্যা পরিস্থিতি মোকাবিলায় দূর্বল বেড়িবাঁধগুলো মেরামত, উক্ত এলাকাসমূহে বন্যার পূর্ব প্রস্তুতি
এবং ত্রান সংস্থাগুলোর নিজ নিজ অবস্থানে প্রস্তুত থাকা অতীব জরুরী।
বিঃদ্রঃ বন্যা প্রবন এলাকার সংগ্রহের উপযুক্ত কৃষি পন্য আগামী ৫ জুন এর আগেই সংগ্রহ করতে হবে। নতুবা এরপর তা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে।
অতএব, প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে বাঁচাতে আপনার এলাকায় পূর্বাভাসটি প্রচার করে দিন।
পূর্বাভাস প্রদানকারী
BWOT WEATHER
Bangladesh Weather Observation Team (A Virtual Weather Research Center of Bangladesh)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন