শুক্রবার, ৩ জুন, ২০২২

তৃতীয় ধাপের বাংলা অংশের সমাধান

বাংলা অংশের সমাধানঃ

 ২. নিচের কোনটি তৎসম শব্দ?




ক. গেরাম

খ. চামার

ঘ. নারিকেল


উ. ঘ

১০. ব্যাকরণের কাজ কী?

ক. নতুন ভাষা তৈরি করা

খ. দ্রুত পড়া ও লেখা শেখানো

গ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা

ঘ. ভালো বক্তা তৈরি করা


উ. গ

 ১৬. ‘পাছে লোকে কিছু বলে’- কবিতা পাঠকের মনে কোন

আচরণের উদ্রেক ঘটায়?

ক. ভয়হীনতা

খ. সংকোচ

গ. পরোপকারিতা

ঘ. সাহসিকতা


উ. খ


২৫. 'স্টপ জেনোসাইড' প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু ক. ভাষা আন্দোলন


খ. মুক্তিযুদ্ধ

গ. গণঅভ্যুত্থান 

ঘ. আগরতলা মামলা

 উ. খ


২৯.'দ্বীপ' এর ব্যাসবাক্য?

ক. চার দিকে জল যার

খ. দুদিকে আবদ্ধ জল যার

গ. দুদিকে অপ যার

ঘ. দ্বীপের মত


উ. গ

৩০. 'একাত্তরের দিনগুলি' কার রচিত?

ক. সৈয়দ শামসুল হক

খ. হুমায়ুন আজাদ

গ. জাহানারা ইমাম 

ঘ. হাসান আজিজুল হক

 উ. গ

৩২. ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো?


ক. ১২৩ 

খ. ১২৪

গ. ১২৫

ঘ. ১২৬ 


উ. ক


৩৩. ‘পণ্ডিতমূর্খ' পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?

ক. পণ্ডিত হয়েও যিনি মূৰ্খ

খ. পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ

গ. জ্ঞান থাকতেও যিনি মূর্খ

 ঘ. পাণ্ডিত্যে যিনি মূর্খ


উ. ক


৩৫. ‘খণ্ড প্ৰলয়' প্রবাদটির প্রায়োগিক অর্থ

ক. তুমুল কাও

খ. কথা কাটাকাটি

গ. ভয়ংকর ঘটনা

ঘ. মহা ঝড়-ঝাপটা


উ. ক




৪০. কোন সালের প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান'


আমার ভাইয়ের রক্তে ....


গানটি পাওয়া হয়?


ক. ১৯৫৯


খ. ১৯৬২


গ. ১৯৫২


ঘ. ১৯৫৪


উ. ঘ




৪১. কোন শব্দটির বানান সঠিক?


ক. দোষনীয় ঘ. দূষণীয়


খ. দোষণীয়


ঘ. দুষনীয়


উ.গ


৪৩. 'সবার উপরে মানুষে সত্য তাহার উপরে নাই'-চরণটির রচয়িতা


খ. গোবিন্দ দাস

গ. মুকুন্দ দাস

ঘ. বৃন্দাবন দাস

 উ. ক


 ৪৬. 'ভাজা মাছ' কোন বিশেষণ


ক. অবস্থাবাচক

খ. গুণবাচক

গ. রূপবাচক 

ঘ. অংশবাচক 

৪৮. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?

ক. ৯

খ. ৬

গ. १ 

ঘ. ৮ 


উ. ঘ


৫৪. ‘তামার বিষ' কথাটির অর্থ

ক. অহংকার

খ. বিষের কষ্ট

গ. অর্থের কুপ্রভাব

ঘ. বিষাক্ত তামা


উঃ গ


৫৬. ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে ‘বিদ্যালয়' কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় শূন্য


খ. কর্মে শূন্য


গ. অপাদানে শূন্য


ঘ. অধিকরণে শূন্য


উ. খ

৬৭. ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার? পঙক্তিটির রচয়িতা কে?



ক. জীবনানন্দ দাশ 

খ. সুকান্ত ভট্টচার্য

গ. কাজী নজরুল ইসলাম

 ঘ. শামসুর রাহমান উ. খ 

  ৭৭. ‘শীতার্ত' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

  ক. শীত+আর্ত খ. শীতা+অর্ত

  গ. শীতা+র্ত

 ঘ. শীত+ঋত 

 ড. ঘ

 ৭৮. একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের- 'কখন আসবে কবি' 'কখন আসবে কবি' পঙ্ক্তিটির রচয়িতা কে? ক. শামসুর রাহমান 

 খ. ফরহাদ মজুমদার

গ. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ 

ঘ. নির্মলেন্দু গুণ


উ. ঘ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

৪৭ তম বিসিএস এর MCQ প্রশ্ন

৪৭ তম বিসিএস এর MCQ  প্রশ্ন