পল্লী উন্নয়ন একাডেমীব বগুড়া
(কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি)
পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় নিম্নলিখিত ট্রেড/কোর্সসমূহে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
ট্রেড/কোর্সসমূহের নামঃ
(১) ইলেকট্রিক্যাল;
(২) ফ্রিল্যান্সিং
(৩) মোবাইল মেকানিক্স:
(৪) ফ্রিজ ও এসি মেকানিক্স;
(৫) সেলাই ও হস্তশিল্প;
(৬) কার ড্রাইভিং।
যোগ্যতাঃ
১. বয়স: ১৮ হইতে ৩৫ বছর। শারিরিক ও মানসিক উপযুক্ততা বিবেচনায় বয়স শিথিল যোগ্য।
২. শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট / জুনিয়র দাখিল সার্টিফিকেট/অষ্টম শ্রেণী পাশ। সেলাই ও হস্তশিল্প কোর্সে আবেদনকারীদের উপরিল্লিখিত শিক্ষাগত যোগ্যতা কর্তৃপক্ষের বিশেষ বিবেচনায় শিথিলযোগ্য বলে বিবেচিত হতে পারে।
৩. প্রশিক্ষণের মেয়াদ: ১৯ মে হতে ১৮ জুন, ২০২২ (৩০ দিন)। ৪. আবেদন পত্র পল্লী উন্নয়ন একাডেমী'র ওয়েব সাইট www.rda.gov.bd তে পাওয়া যাবে।
৫. দরখাস্তের সহিত জুনিয়র স্কুল সার্টিফিকেট/জুনিয়র দাখিল সার্টিফিকেট/অষ্টম শ্রেণী পাশের নম্বরপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি অথবা ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক সত্যায়িত নাগরিকত্ব সনদপত্রের কপি (জাতীয় পরিচয়পত্র না থাকিলে), ০১ কপি ডিজিটাল ছবি, অথবা ০২ কপি ছবি (ডাকযোগে আবেদন প্রেরণকারীদের জন্য)।
৬. আবেদনপত্র পরিচালক (প্রশিক্ষণ), পল্লী উন্নয়ন একাডেমী, শেরপুর, বগুড়া-৫৮৪২বরাবর সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে অথবা makhanporag@gmail.com msrashidrda@@gmail.com এ নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলকরা যাবে
৭. দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ: ১৭ মে, ২০২২ (বিকাল ৪.৩০ পর্যন্ত)।
৮. মৌখিক পরীক্ষা ও প্রার্থী বাছাই; ১৮ মে, ২০২২।
৯. প্রশিক্ষণ উদ্বোধন: ১৯ মে, ২০২২।
১০.প্রশিক্ষণ কোর্সসমূহ সম্পূর্ণ আবাসিক। পল্লী উন্নয়ন একাডেমী কর্তৃপক্ষ প্রশিক্ষণ চলাকালীন আবাসন ও আহারের ব্যবস্থা করবে। প্রশিক্ষণার্থীদের ১৮ মে, ২০২২ তারিখে রাত্রি ৮:০০ ঘটিকার মধ্যে একাডেমী হোষ্টেল অফিস থেকে বরাদ্দকৃত হোষ্টেল কক্ষ বুঝে নিতে হবে।
১১. ভর্তির ক্ষেত্রে পল্লী এলাকার দরিদ্র বেকার যুবক/যুব মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন