বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

কলেজ বন্ধের নোটিশ

 

বিজ্ঞপ্তি


এতদ্বারা সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া'র সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, শ্রী শ্রী দূর্গা পূজা, ঈদ-ই-মিলাদুন্নবী (সা:), শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে 02/10/2012 খ্রি. রবিবার থেকে ১০/১০/২০২২ খ্রি. সোমবার পর্যন্ত উভয় ভবনের ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনসমূহে ভর্তি ও ফরম পূরণসহ অফিসের যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। উল্লেখ্য যে, 05/10/202২ খ্রি. তারিখ বুধবার শ্রী


শ্রী দূর্গা পূজা (বিজয়া দশমী) ও ০৯/১০/২০২২ খ্রি. তারিখ রবিবার ঈদ ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে কলেজ বন্ধ থাকবে।


আগামী 11/10/2022 খ্রি. তারিখ মঙ্গলবার থেকে উভয় ভবনের ক্লাসসমূহ যথারীতি চলবে।


প্রফেসর মো: শাহজাহান আলী (৪৯৯০) 271912022

অধ্যক্ষ

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

৪৭ তম বিসিএস এর MCQ প্রশ্ন

৪৭ তম বিসিএস এর MCQ  প্রশ্ন